আমাদের কথা খুঁজে নিন

   

বাগানের ফুলটুল



ঢাকায় গেলেই আমি মুক্তপুরুষে পরিণত হই। মানে, মোবাইলখান সুটকেসে থুইয়া ঘুম পাড়িয়ে রাখি আর নতুন কোন দেশী সিম পারতপক্ষে লাগাই না। ফলে নিশ্চিন্তে ঘুরাঘুরি করা যায়। তবে ফোনের বদলে বাসার ক্যামেরা পকেটস্থ করে ফেলি । আমাদের বাসার উঠানেই দেখি বিরাট ফুলবাগান।

অল্প যায়গার ভেতরেই দেখি আম্মার হাতের জাদুতে অনেক ধরণের ফুল। এখন ফেরত এসে দেখি সবগুলো ফুলের ছবি তোলাও হয়নি, তাও যা পেয়েছি, ভাবলাম সবার সাথে শেয়ার করি। নয়নতারা দোলনচাঁপা বেগুনী দোপাটি শুভ্র শিউলি [আসলে নাম টগর, রাজকীয় কারেকশন] নাম শিওর না [রাজকীয় কারেকশন, এইটাও কলাবতী] আবার নাম শিওর না। শিওর না, কলাবতী মনে হয় আরেকটা ছবি নাম জানতাম ভূলে গেছি । আম্মা শুনলে রাগ করবে :# *রাজয়ামশাইয়ের কল্যাণে বাংলায় পুটুস ইংরেজীতে লানটানা জবা, মৈশুন্ডী আর এক দুটো ফুল দেশেই রেখে এসেছি।

দেখি পরের বার গেলে হয়তো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।