আমাদের কথা খুঁজে নিন

   

আতঙ্কের নতুন নাম মহাখালী রেল ক্রসিং



যায় দিন ভাল যায়, আসে দিন খারাপ আসে। এই খনার বচনটি আমার মনে সব সময় দোলা দিয়ে যায় । কারন এত বাস্তব সত্য বচন মনে হয় খুব কমই আছে। আমি ঢাকাতে এসেছি ২০০৭ সালে। তখন থেকেই মহাখালী এলাকার আশপাশে আমার পদচারনা।

তাই আমি খুব কাছ থেকে মহাখালীর অতীতরে শান্তিটা উপলব্ধি করেছি। এখন আর সেই শান্তি নেই। এখন সেই মহাখালী যেন মরন ফাঁদ। অবশ্য এর একটি কারন আছে যার জন্য এই আতঙ্কের সৃষ্টি। আগে মহাখালী রেল ক্রসিং পার হয়ে যে গাড়ি গুলো ডানে মোর নিতো, সেই ডানে মোর নেওয়ার রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে, তাই এই গাড়ি গুলোকে এখন আমতলী সিগনাল গিয়ে টার্ন নিতে হয় ফলে সেখানে দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়।

আর এর প্রভাব পড়ে এসে মহাখালী ক্রসিংয়ৈর উপরে। ফলে ক্রসিং সহ দুই পাশ গাড়িতে বন্ধ থাকে যার দরুন এখন কোন রেল আসলে প্রতিদিনই চিৎকার চেচামেচি শুরু হয়ে যায়। যার ভুক্ত ভোগী আমি নিজে। গত সপ্তাহে একজন দুর্ঘটনার শিকারও হয়েছিল । আজ ও তাই হলো।

তাই আমার বলতে ইচ্ছা করে সরকার কিসের পরিকল্পনায় ব্যস্ত। মানুখকে বাচিয়ে রাখার না কি মেরে ফেলার ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।