আমাদের কথা খুঁজে নিন

   

আতঙ্কের নাম "ব্রেকিং নিউজ"

টিভিতে রেস্লিং দেখছিলাম, ব্রেক দেওয়াতে নিউজ চ্যানেল খুললাম, দেখি ব্রেকিং নিউজ দেখাচ্ছে "সানিউর রহমান নামের একজন অনলাইন এক্টিভিস্টকে দুর্বৃত্তরা কুপিয়েছে, ঢাকা মেডিকেলে চিকিতসাধীন..." আমি তো সোফা থেকে প্রায় পরে যাওয়ার মত অবস্থা! ঢাকা ভার্সিটির আমার-ই এক অনলাইন এক্টিভিস্ট ফ্রেন্ড আছে, যে কয়দিন ধরে নিরাপত্তা সংকটে ভুগছিল, আমি মনে করলাম এই সানিই সে সানি!! মোবাইলে কল দিলাম কয়েকবার, ধরল না, মেসেজ দিলাম, রিসিভ করল, আবার কল দিলাম, ধরল না! আমি তো টোটাল শকে! বাবা-মা কে এ খবর দেওয়াতে ওরা উল্টা আমাকেই বলতে লাগল আমি যেন ওর সাথে কোন রকম কন্ট্যাক্ট না করি, হয় পুলিশে ধরবে না হয় মালাউনে ধরবে! আমি তাড়াতাড়ি ফেবুতে লগ-ইন করতে করতেই আমার বন্ধু সানি কল দিয়ে বলল যে সে নিরাপদ আছে। আমি আশ্বস্ত হলাম! কি যে দিনকাল পরেছে! [মিডিয়া ঘটনার দোষ কারো ঘাড়ে না চাপিয়ে "দুর্বৃত্ত" বলাতে আমি খুব খুশি হয়েছি। দুর্বৃত্ত যেই হোক, আমরা এই দুর্বৃত্তায়নের শেষ চাই। উস্কানিমূলক পক্ষপাতদুষ্ট প্রচার-প্রচারণা থেকে বের হয়ে আসতে হবে। মনে রাখতে হবে, হরিণকে বাঘেও মারতে পারে, শিয়ালেও মারতে পারে, সাপেও কাটতে পারে, মানুষ তো আছেই!]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।