আমাদের কথা খুঁজে নিন

   

আতঙ্কের চেতনা

পরে লিখবো তুমি এলে না বন্ধু তুমি কথা রাখলে না পূর্ণিমার চাঁদ দেখা হবে না। যৌথ আহ্বানে চাঁদ যথাসময়ে এসেছিল আকাশে হেসেছিল মনে কষ্টও পেয়েছিল- আমরা ছিলাম না বলে। উদ্যানময় পত্রমঞ্জুরী ভেদী চাঁদ আতি কষ্টে ঢেলেছিল- হাসির ফোয়ারা নরম দুর্বাঘাসে লুটোপুটি খেয়েছিল আমাদের পায়নি দেখা সব আনন্দ মাটি হয় তার। তুমি এলে না বন্ধু জাত খোয়াবার ভয়ে, বাস্তবাদীর কাছে অথচ দেখ, ঐ স্থবির চাঁদ উপাসনার একমাত্র উপলক্ষ আমার কাছে- সৃষ্টির মাঝে সেরা। জাত এত ঠুনকো নয় বন্ধু চাঁদ নিজেও ভাগ্য নিয়ন্তা নয় সৃষ্টির সেরা তুমি- গড়ো নিজ ভাগ্য অঙ্গুলী নির্দেশে- কাউকে দোষারোপ করোনা মানবতাই সেরা- সকল সৃষ্টির মাঝে। তুমি এলে না বন্ধু আমি রাগ করিনি- আতঙ্কিত তোমার চেতনায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।