আমাদের কথা খুঁজে নিন

   

নৈতিকতার অভাবে মুনাফালোভীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে



ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরফিন সিদ্দিক বলেছেন, নীতি নৈতিকতার অভাবে মুনাফালোভীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে। তাদের লোভী বাণিজ্যিকীকরণের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি মধ্যবিত্ত-নিম্নবিত্ত ভোক্তা সাধারণ তাদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। আজ শনিবার দুপুরে বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একতা ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফোরামের সভাপতি আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক প্রফেসর এইচএসকে আরেফিন, ফোরাম সহ-সভাপতি বার্তা গিতি বাড়ৈ, শাহ আবদুস সালাম প্রমুখ।সেবা মনে না করে ব্যবসাকে মুনাফার পেশা হিসাবে দেখা অত্যন্ত গর্হিত কাজ মন্তব্য করে এ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার জন্য আহবান জানিয়েছেন উপাচার্য। তিনি ট্রেড জাস্টিস মেনে চলার ব্যাপারে ব্যবসায়ী মহল, ভোক্তামহলসহ সকলকে আরো সচেতন করার উপর জোর দেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.