আমাদের কথা খুঁজে নিন

   

নৈতিকতার দরপতন

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

চরিত্র কেবলি জামা-জুতোয় সীমাবদ্ধ, যোগ্যতা শিক্ষার সার্টিফিকেট থাকলেই চলে, সেক্স শব্দটা ডাল ভাতের মত দৈনন্দিন অথচ সহজ একটি শব্দে পরিনত হয়েছে। অথচ আমাদের ধর্ম কি এশিক্ষা দেয়। আমি জানি না, কোথায় এর সমাপ্তি, তবে এতটুকু জানি, ব্লগারদের একটি বড় দায়িত্ব হচ্ছে, এসব খবরকে চড়াও না করা। দেশ ও দশের চিন্তা মাথায় নিয়ে সুস্থ্য ব্লগিং উপহার দেয়া। শেয়ার মার্কেটে দরপতন হলে ঝড় বয়ে যায় অর্থ ও খবর বাজারে।

কিন্তু নৈতিকতার যে দরপতন প্রতিনিয়ত দেশের সামগ্রিক জীবন ব্যবস্থার জন্য ধ্বংস ডেকে আনছে তার জন্য গরম হয়ে উঠছে না, কোন খবর বাজার। হায়রে, দুনিয়া, আজ প্রভা মানুষের আলোচনার বিষয়, তার ভিডিও মানুষের চোখের তৃপ্তি (ছিঃ ছিঃ)। জীবনে ব্যক্তিত্বের যতগুলো লজ্জার স্তর থাকা উচিত তার সবগুলো মনে ঝরে গেছে হৃদয়ের কূ-জিঞ্জাসার কাছে। বাংলাদেশের মিডিয়া ও তার নারীদের চরিত্র নিয়ে আবার কোন কোন লোক বিশ্লেষনও দিচ্ছেন, আমি বুঝি না, কেন? সাফাই কেন?নোংরামি যত খোঁচাবেন, গন্ধ তত আপনার আমার নাককে বিপর্যস্ত করে ফেলবে, প্লিজ, পতিতার কাজ পতিতা করে, নায়িকার কাজ নায়িকা, অভিনেত্রির কাজ অভিনেত্রি। সমাজকে অনেক কিছু দেয়ার আছে, দিন, ভাল কিছু উপহার দিন।

বর্তমানের যে ভিডিও ও মেমোরি কার্ড কালচার চালু হয়েছে, তাকে আমরা সত্যি সত্যি ভীতু। মোবাইলগুলো যেন নোংরামির আড়তে পরিনত হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.