আমাদের কথা খুঁজে নিন

   

নৈতিকতার অবক্ষয়



উদ্বেগজনকহারে বাড়ছে পারিবারিক কলহ। এ কলহের জের ধরে আশঙ্কাজনকহারে বাড়ছে পারিবারিক হত্যাকাণ্ড। আত্মহত্যাও এর অনুষঙ্গ হয়ে দেখা দিয়েছে। গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পারিবারিক কলহের জের ধরে হতাহতের কয়েকটি ঘটনা সংবাদ মাধ্যমে প্রচার পেয়েছে। বিবেকবান মানুষের জন্য এটি অত্যন্ত উদ্বেগের।

বিভিন্ন দৃষ্টিকোণ বিশ্লেষণে এসব পারিবারিক কলহ ও খুনাখুনির কিছু কারণ চিহ্নিত হয়েছে। এগুলোর মধ্যে সম্পত্তির ভাগাভাগি, মাদকাসক্তি, পরকীয়া ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলো ছাড়াও আরও কিছু কারণে পরিবারের সদস্যদের মধ্যে সহিংসতা হচ্ছে। লক্ষণীয় বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত এবং অর্থবিত্তে সামর্থ্যবানরাও এতে জড়িয়ে যাচ্ছেন। এতে সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে বিরাজমান সঙ্কটও স্পষ্টতর হচ্ছে।

অপরাধ ও সমাজ বিশ্লেষকরা বিভিন্নভাবে এসব অঘটনের ব্যাখ্যা দিচ্ছেন। তাদের ব্যাখ্যায় কিছুটা ভিন্নতা থাকলেও নীতিশাস্ত্র শিক্ষার অভাবই যে এ জন্য বহুলাংশে দায়ী এ বিষয়ে কোনো মতভিন্নতা নেই। সবাই বলছেন, সামাজিকভাবে মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। যার প্রভাব পড়ছে পারিবারিক গণ্ডিতেও। সামগ্রিকভাবে শিক্ষার হার বাড়লেও সুশিক্ষিতের সংখ্যা বাড়ছে না।

যার পরিণতিতে দুর্বল হয়ে যাচ্ছে সামাজিক ও পারিবারিক বন্ধনের গাঁথুনি। অভিভাবকদের প্রজ্ঞার অভাবে পরিবার সদস্যদের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হচ্ছে না। আবার পরিবারের পর্যায়ক্রমিক কনিষ্ঠ সদস্যরাও সুশিক্ষা, নৈতিক শিক্ষা, সামাজিকতার জ্ঞান ইত্যাদিতে বলীয়ান হওয়ার তাগিদ বোধ করছে না। এ তাগিদহীনতা তাদের মনুষ্যত্বকেও দুর্বল করে দিচ্ছে। মনুষ্যত্বে দুর্বল, নৈতিকতায় বৈকল্য ও মানসিকতায় হীন ব্যক্তিদের পক্ষে যে কোনো অঘটন ঘটানো সম্ভব।

শুধু পরিবারে নয়_ সমাজে, রাষ্ট্রে, দেশে-বিদেশে যে কোনো স্থানেই এরা ক্ষতিকর। এদের কাছ থেকে কেউ নিরাপদ নয়। এমনকি এরা নিজেরাও নিজের জন্য নিরাপদ নয়। এ পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সুশিক্ষা, নৈতিকতা চর্চার কোনো বিকল্প নেই। পিটুনি-বকুনি বা কঠোর শাসন অথবা কোনো জাদুমন্ত্রে সুশিক্ষা, নৈতিকতা, সামাজিকতা নিশ্চিত হয় না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.