আমাদের কথা খুঁজে নিন

   

নৈতিকতার মৃত্যু হচ্ছে যেভাবে

মানুষের চরিত্র বড়ই জটিল আর জটিল চরিত্রের মানুষকে নিয়ে কিছু লেখা আরো জটিল। সদা সত্য বলবে, মিথ্যা বলা মহাপাপ। এই লাইনটি পড়েনি বা জানেনা এমন কেউ আছে বলে আমার মনে হয়না। এমন আরো অনেক লাইন আছে যেমনঃ- মিথ্যা সকল পাপের মূল, মিথ্যা সকল পাপের মা ইত্যাদি। তারপরও আমরা অকারনে অনবরত মিথ্যা বলে যাচ্ছি।

মোবাইল ফোনে কথা বলার সময় যদি থাকি বাড়িতে বলি গাড়িতে। বাজার থেকে একটা সার্ট বা শাড়ি যদি ৮০০ (আট শত) টাকায় ক্রয় করি তো বলি ১৮০০ (আঠার শত) টাকা। কেনাকাটার কথা মনে পড়তেই আরেকটা কথা মনে পড়ে গেল। মার্কেটে গেলাম বউয়ের জন্য থ্রীপিছ কিনতে। কিনলাম একটা ২১০০ (একুশশত) টাকা দিয়ে।

একটা কথা বলে রাখা ভাল আমি সেদিন জীবনের প্রথম কিছু কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম। ইতিপুর্বে আমি আমার জন্য বা অন্যের জন্য কখনো কিছুই কিনিনি। যাহোক, ভাবলাম বিত্তহীনের বউ বুঝি ২১০০ টাকার থ্রীপিছ পেয়ে খুব খুশি হবে। কিন্তু ভাই খুশি তো হলনা বরং --- থাক, আমার কি হয়েছিল সেটা নাই বললাম। বউ প্রমাণ করল যে থ্রীপিছটির দাম মাত্র ১২০০ টাকা।

দোকানদার কত দাম চেয়েছিল জানেন? মাত্র ৫৫০০ টাকা। এইরকম ঘটনা আমার চেয়ে আপনি হয়ত আরো বেশি জানেন। আমরা সামান্য কারনে মিথ্যা বলছি। একজন অন্যজনের ক্ষতি করার জন্য নিজের ঘুম হারাম করছি। আমরা সৃষ্টির সেরা জীব মানুষ! ভাবতে বড় জটিল লাগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.