আমাদের কথা খুঁজে নিন

   

ডিসকো বান্দরের ছোটকাল। আপনাদের সাথে কতোটুকু মেলে?

Speak no evil, hear no evil, see no evil.

অনেক দিন তো হয়ে গ্যালো। মাঝে মাঝে পুরোনো দিনের কথা মনে হয়। ভাবি, কতো আলাদা ছিলো সে জীবন। আপনারা যারা আমার মতো বুড়া তারা দেখুন তো আপনাদের সাথে আমার ছোটোবেলার কোনো মিল পান কিনা! ১। আমার এখনো মনে আছে সে আমলে ৫০ পয়সা দিয়ে ঈগলু ললি কিনে খেতাম আর হাত দিয়ে আইসক্রীম গড়িয়ে গড়িয়ে পড়লে তা জিব দিয়ে চেটে খেতাম! এখনকার মতো ঢং করে আইসক্রীম এর কাজ হাফ খুলে খেতাম না।

প্রথমেই পুরোটা খুলে ফেলে দিতাম! ২। সে আমলে পরিবারের সবাই মিলে সাদা কালো বাংলা সিনেমা দেখতে যেতাম সিনেমা হলে। ইন্টারভেল এর সময় ফান্টার বোতলে ওপেনার ঘষে বিক্রেতারা শব্দ করে বলোতো ফা....ন্টা, ফান্টা! ৩। আমি কোনোদিন হরলিকস গরম পানি দিয়ে খাই নি। হাতে নিয়ে চেটে চেটে খেয়েছি! একই অবস্হা ছিলো গুড়ো দুধের বেলায়! ৪।

সে আমলে জন্মদিনের দাওয়াতে দিতো হাফ কলা আর চানাচুর। চানাচুর আর কলার কাটা অংশ মাখামাখি হয়ে যেতো! আর থাকতো ক্ষ্যাত রং এর কেক! ৫। দুপুর বেলা প্রায়ই রেডিওতে অনুরোধের গান শুনতাম......."এই গানের জন্য পাবনা থেকে অনুরোধ করেছেন মিলা, কিলা, পিলা, শিলা...." আর শুনতাম সিনেমার এড...."হা ভাই.......আসিতেছে, আসিতেছে......" ৬। আমি খুব মিস্টি কনডেনসড মিল্ক খেতাম...কৌটা থেকে সরাসরি মুখে! ৭। আমার পছন্দ ছিলো গোলাপি রং এর প্লাস্টিক প্যাকেট এ মোড়া নাবিস্কো গ্লুকোজ বিস্কিট যার প্যাকেটের গায়ে আংগুর এর ছবি থাকতো! ৮।

স্কুলে টিফিন টাইমে সবাই আনতো রুটি, ডিম ভাজি বা আলু ভাজি! টিফিনের পরে ক্লাসে আলু বা ডিম ভাজির গন্ধে ভরে যেতো! ৯। আমি ক্রীম রোলে প্রথমে মুখ দিয়ে টেনে ক্রীম গুলো খেতাম। তারপরে রোল টা কচরমচর করে... ১০। আগেকালে বিস্কিটের প্যাকেটের দুপাশে অনেক কাগজ কেটে গেটিস দেয়া থাকতো! ১১। আমার একটা ছোটো স্পিডবোট ছিলো।

যার মধ্যে কেরোসিন তেল ভরে আগুন দিলেই বালতির মধ্যে ভট ভট করে ঘুরতো! ১২। আরেকটা ছিলো ঘোড়া...যার কান ধরে সারাদিন ওটার উপরে চড়ে থাকতাম আর দুলতাম! ১৩। আমাদের টিভি ছিলো ঠ্যাং ওয়ালা। সেটা অন করলে ছবি আসতে ২ মিনিট সময় লাগতো। শব্দ বন্ধ হলেই রান্না ঘর থেকে ডালের চামচ এনে পায়ে মার দিলেই আবার শব্দ করতো! ১৪।

আমাদের বাসায় একটা কালো বিশাল ফোন ছিলো যা আমি উঠাতে পারতাম না একা! ১৫। সে আমলে আমরা সাধু বাসায় পারসোনাল চিঠি লিখতাম! ১৬। সে সময় প্রেম বা আ্যফেয়ার কে বলতো "লাইন আছে"। যেমন "জানিস, রুমা আর সোহেলের না লাইন আছে!" আরো কতো কি..........। সে সব ইনোসেন্স কোথায় গেলো! এখন সবাই এত্তো বেশী ব্যস্ত! আপনাদের কথাও শেয়ার করুন না!?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.