আহসান জামান
পুরানো মুহূর্তরা উড়ে আসে
জোসনা পোড়া নিঘুম জানালায়
আর ঘরে টানানো ছবিগুলোর মুখ ও মুখোশ
অনায়াসে নিয়ে যায় বহুদূর।
কৈশোর অদম্য অনুভূতিযান যোগে
তুলে আনে কবেকার নদীর পথ - এসে, থেমে গেছে,
আজ কেবল শুকনো ঝিলের স্থির দৃশ্যপট;
তার শরীর থেকে উড়ে আসে সবুজ ঘড়ির প্রহর
আর পরিশ্রান্ত ঘামের সহস্র কান্নার স্বর।
অরণ্যের বৃদ্ধ পাতারা ঝরে পড়ে
যুদ্ধপরাজিত সৈনিকের স্বপ্নচোখ থেকে
অজান্তে রাতের গভীরতায়।
কুচিকুচি বরফভরাগ্লাসের গায়ে
নৈঃশব্দে চলে নিঃসঙ্গ জলজ ফোঁটার মিছিল;
টেনে নেয় কাজভরা টেবিল থেকে
মৃত্যুর শ্লেজগাড়ীতে; ভীষণ একেলা করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।