আমাদের কথা খুঁজে নিন

   

মুহূর্তের খণ্ডাংশ।

ভালোকে আমার ভয়,ভালো বেশীদিন থাকবেনা... মন্দকে আমার ভয়, কেননা আমি দুর্বল, আঘাত সইতে পারবোনা... সাফল্যকে আমার ভয়, ব্যর্থতাকেও ভয়... নিরন্তর ব্যস্ততার মহাকালে আমার করণীয় কিছুই নেই... যোগ্যের পৃথিবীতে আমি অযোগ্য, অধম...

লেখালেখি থেকে আপাতত বিরতি চলছে। অবশ্য লিখেছিই কবে। মনের খেয়ালে যা খুশি তা, হাবিজাবি। এখন হাবিজাবি আসছেনা। ভাবলাম এই ফাঁকে কিছু প্ল্যান কমপ্লিট করে নেয়া যেতে পারে।

ফারজানা শিরিনকে একদিন বলেছিলাম, দেখে নিও, আমিও একদিন তোমার মত মেহেদী ডিজাইন পোস্ট দিবো। শায়মা আপুর পোস্টে বলেছিলাম গ্লাস পেইন্টিং করে দেখাবো। গ্লাস পেইন্টের রঙ এখানে পাইনি। মেহেদী পাওয়া গেছে। তাই কিছু টুকটাক করলাম, শখ।

ফারজানা শিরিন আপাতত গায়েব হয়ে গেছে। কি যে করছে আল্লাহ্‌ই জানেন। আমার ভাল বন্ধু। ওর কথা মনে করেই মূলত এই পোস্ট দিতে আসলাম আজকে। মজার একটা ব্যাপার হচ্ছে, আমার বেস্ট ফ্রেন্ড এর নাম শিরিন, রিয়েল লাইফে, আর ভার্চুয়াল লাইফেও শিরিন নামের একজন চমৎকার মানুষ পেয়েছি।

ছোট ছোট ব্যাপার নিয়ে ওর সীমাছাড়া আনন্দ আমাকে বারবার মুগ্ধ করেছে। একটা ফুল, মেহেদী পাতা, সব কিছুতেই তার আনন্দ। আমি ওর মতো নই। ছোটখাট ব্যাপারে আমি আনন্দ খুঁজে নিতে পারিনা। কে জানে, হয়তো এজন্যেই আমার কাছের সব মানুষগুলো সম্পূর্ণ বিপরীত, আমার বিপরীত।

উৎসর্গ করছিনা ফারজানা শিরিনকে। মনে পড়ছে , তাই এই পোস্ট ওর জন্যে, নিজের মুগ্ধতা দিয়ে মুগ্ধ করা একজন মানুষ। আজকের ট্রায়াল। শিরিনের ধারেকাছে যেতে পারবোনা জানি, তবু চেষ্টা। বেশ অনেকদিন আগের তোলা।

আম্মার হাত। ঈদ ফ্যাশন ২০১৩। মেঝোর হাতে। গতকালের ট্রায়াল। চোরা ডিজাইন।

যতদূর মনে পড়ে কোন এক ব্লগারের কোন এক পোস্ট থেকে সেভ করে রেখেছিলাম। কাল উগড়ে দিলাম। এটি একটি আগা নাই মাথা নাই মেহেন্দি ডিজাইন। কি যে লাগিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি। আমাদের ছোট ম্যাডামের হাতে।

বছর দুয়েক আগের করা। এটাও অনেক আগের। কেঁচো সব করে রব... ক্লোজ ক্যাপচার। পারদর্শী কেউ এই পোস্টে বকা দিলে মৃদু মাইন্ড করতে পারি। কিছু বলবেন না।

ওকে? ওকে কিন্তু! (আমার ভাল ক্যামেরা নেই। সিম্ফনি এক্স১২১ দিয়ে নিয়েছি। লো কোয়ালিটি ইমেজের জন্যে কতৃপক্ষ ঘুমে কিংবা জাগরণে কোনভাবেই দায়ী নন) । শিরোনাম দিলাম মুহূর্তের খণ্ডাংশ। ফারজানা শিরিনের একটি পোস্টের নাম।

আমি জানি ও দেখবে না, তাই দিয়েছি। একটা পথশিশু বড় হবে আমার আঁচল ছায়___বিধাতা ইচ্ছাপূরণের একটা ক্ষমতা আমাকে দিও ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।