আহসান জামান
চারিপাশে পড়ে আছে বিকেলের দীর্ঘছায়া, হাতে মলিন
রেখায় আকাঁ কয়েকটি মুখ আর হালকা হাওয়ায় উড়ছে
পুরানো গানের আধাভোলা সুরের আবচ্ছায়া; তারও ওপাশে
শোনা যায়, বেহালাতারের আড়ালে বাঁধা পড়া মুহূর্তরা,
কাঁদছে; অনন্তকাল।
জলে নামা পানকৌড়িদের মৌন মিছিলে
নিসর্গ ঢেকেছে নীরব চারিপাশ
তারমাঝে শ্রান্ত চোখেরা করে ঘুমের আয়োজন।
আমাদের চারিপাশে জেগে উঠছে
অবিরাম সিঁড়ি, জিরাফের গ্রীবার চেয়ে অধিক উচ্চতায়;
আমরা ক্রমশঃ ডুবে যাচ্ছি তারই তলদেশে, অন্ধকার।
মৃত্যুরা তখন তুমুল আয়োজনে রাত্রিভোজনে মূখর;
আমাদের গ্রীবা থেকে খসে পড়ছে পার্থিবস্বাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।