আমাদের কথা খুঁজে নিন

   

দরপত্র আহবান : বাশ চাই,আইক্কা সহ (এয়ারটেল কে দেয়ার জন্য)

নিরব আঙ্গিনায় বসে আছি হয়ত স্পর্শ আমাতে আমি হব।

মোবাইল কম্পানীর রক্ত চোষন সম্পর্কে আমরা সবাই অবগত আছি নতুন করে কিছু বলার দরকার নেই। কিন্তু দাদাদের নতুন কম্পানী এয়ারটেল এর নতুন প্যাক দলবলে ধরা খাওয়ার জন্য আমন্ত্রন জানানোতে আমার মত কত সাধারন মানুষদের টাকা তারা লোটপাট করেছে তার কোন হিসাব নাই। আমি প্রথমে দলবলে মাইগ্রেট হই কথা থেকে। ঠিক আছে তাদের কলরেট কাটার পরিমান দেখে আমার মাথা খারাপ হবার দশা।

কমপ্লেন করলাম যে এয়ারটেল টু এয়াটেল ১২ সেকেন্ড ৮৮ পয়সা কাটছে কেন বলল স্যার ঠিক করে দিচ্ছি। প্রতিদিন কমপ্লেন করতাছি তো করতাছি মাগার ঠিক করার নাম নাই। বললাম প্যকেজ বদলাব। শালায় নিয়া আমারে আবার আড্ডাতে ফালাইছে। আর যাই কই কলরেট তো আরো বেশী।

১ সেকেন্ড কথা বললে ১.৩৭ টাকা কাটে। আবার কমপ্লেন বলল স্যার কথা প্যকেজে যাইতে হইব। বললাম ঠিক আছে নিয়া দেন। বলল স্যার ১২ টাকা কাটব। বললাম কাটুক নিয়া দ্যান।

আমার কাছ থাইকা ট্যাকা কাইটা অভিনন্দন জানাইছে। কইল আপনি মাইগ্রেড হইছেন। আমি খুশি। যাক বাবা কাফফারা দিয়া ধরা খাইয়্যা আবার কথা প্যাকেজে আসলাম। আমার মোবাইলে অনেক টাকা থাকে বিধায় খেয়াল করিনি কত কাটল।

কিন্তু ই পোর্টালে ঢুইকা মাথা খারাপ। আমার প্যাকেজ কাজ করতাছে না। আবার ১.৩৭ পয়সা কাটতাছে। আবার কমপ্লেন করলাম। কইল স্যার আমাদের সফটওয়ারে প্রবলেম ২৪ ঘন্টা সময় দেন ঠিক হইয়া যাইব গা।

ঠিক আছে। এই ভাবে প্রথম দিন সাকিব,পরের দিন রাকিব,পরের দিন হেনা আজকে রাভিনা একই কতা স্যার একটু সময় দেন ঠিক হইয়া যাইব গা। কইলাম আমার টেকা কাটার সময় তো খেয়াল থাকে না ১২ টাকা কাইটা অভিনন্দন জানান। আবার প্রতি মুহুর্তে ১.৩৭ টাকা কইরা কাটতাছেন। পাইছেন টা কি।

আজকে আবার রাভিনা কয় ২৪ ঘন্টা সময় লাগব। গত ১৮ দিন ধরে কতবার কমপ্লেন করছি তার হিসাব নাই। আর নিল্লর্জরা কয় একই কতা। শালাগো বাশ দিতে হইব। তাই বুঝলাম আর কমপ্লেন না এবার শুরু হবে বাশ দেয়া।

তাই আমার উপযুক্ত বাশ চাই। কে কে উপযুক্ত বাশ সরবরাহ করতে পারবেন হাত তুলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.