আমাদের কথা খুঁজে নিন

   

দরপত্র নিয়ে টুঙ্গীপাড়ায় ছাত্রলীগের সংঘর্ষ

ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর

দরপত্র জমা দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর এলাকা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সংস্কার কাজের ২০ লাখ টাকার দরপত্র জমা দেওয়ার সময় ওই সংঘর্ষ বাঁধে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি স্বীকার করে টুঙ্গীপাড়া থানার ওসি মো. ছয়রুদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেছেন, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হওয়ার পর দরপত্রে আগ্রহীরা তাদের দরপ্রস্তাব জমা দিতে পেরেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা পরিষদ ভবন, উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার বাড়িসহ মোট পাঁচটি ভবনের সংস্কার কাজের জন্য ওই দরপত্র ডাকা হয়। সংঘর্ষে আহতরা হলেন- টুঙ্গীপাড়া উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিএম তৌফিক ইসলাম (৩০) ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এমদাদ হোসেনকে (২৭)। তাদের টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানায়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ছাত্রলীগ নেতা এমদাদ দরপ্রস্তাব জমা দেওয়ার সময় সংগঠনের অন্য একটি অংশ তাকে বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। ছাত্রলীগ নেতা তৌফিক ইসলাম সাংবাদিকদের কাছে স্বীকার করেন, তার সংগঠনের একদল নেতা-কর্মী দরপত্র জমা দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটায়। তবে জড়িতদের নাম প্রকাশ করেননি তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.