ভালোবাসা হচ্ছে নকআউট সিরিজ
ইব্রাহীম খলিল
একার একাকি
একদিকে হারাবার অপেক্ষা-
অন্যদিকে পাবার অপেক্ষা,
এ দুই অপেক্ষা চাপে ক্লান্ত হয়ে-
আজ আমি বেশ উদাসী।
একদিকে স্মৃতি- হাসি সমেত দুষ্টুমী
অন্যদিকে বিস্মৃতি- নিসঙ্গ মলিনতা,
এ দ্বৈত রূপোভারে, একাকি আমি ভীষন একা।
পাবার অপেক্ষা হারালে-
হারাবার অপেক্ষাও হারাবে,
ক্লান্ত তখন উদাসীর সাথে মিশে হবে- অক্লান্তমনা,
নতুবা, ক্লান্ত তখন শান্ত হবে, নির্বাক রবে নির্ঘূম নিঝুমে।
নিসঙ্গতা, সঙ্গকে জড়ালে,
মলিনতা ঢাকবে- দুষ্টু্মী,
বিস্মৃতির নাম হবে বাস্তবতা- বর্তমান আর বর্তমান,
স্মৃতি তখন শুধুই স্মৃতি, দুষ্টুমি হবে অতীতকাল…
তখন আমি বোকা আমি-
তখন আমি শব আমি
সঙ্গহারা, অপেক্ষাহারা-কষ্টহাতে একার একাকি।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।