ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়
দিন বদলের সেস্নাগান নিয়ে মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর গত ২৮ মাসে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে ২৪৭ বার। এসব সংঘর্ষের ফলে প্রাণ হারিয়েছেন সংগঠনের নেতাকর্মীসহ ১৬ জন। আর আহতের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। দলীয় প্রধানসহ বিভিন্ন মহল থেকে বার বার হুঁশিয়ার করা সত্ত্বেও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘাত বাড়ছেই। ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকেই দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়া তো দূরের কথা, শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি-শৃঙ্খলাটুকুও বজায় রাখতে পারেনি। ক্ষমতা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, সংঘর্ষ, হামলাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে তারা। তাদেরকে বার বার কেন্দ্রীয় নেতারা কঠোর শাস্তির ভয় দেখালেও কোন কাজে আসছে না। ফলে দিন দিন বেসামাল হয়ে পড়ছে ছাত্রলীগ।
বিস্তারিত নিচের লিংকে
সোয়া দু'বছরে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ ২৪৭ বার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।