বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. । বরাবর
রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ
বাংলাদেশ।
বিষয়: ময়না পাখি রাগ করেছে, কোন দিন হরতাল হবে না তা জানতে চেয়ে আবেদন।
জনাব,
আমি বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক। নিয়মিত ভাবে আমি আপনাদের ভোট দিয়ে আসছি নির্বাচনে।
আপনারা যেদিন বলেন ঘরে ঘরে হরতাল গড়ে তুলতে সে দিন ঘরে থেকে আপনাদের পরিবেশিত রাজনৈতিক সিনেমা উপভোগ করি টিভিতে আর আপনাদের পরবর্তী নির্দেশনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। তবে অত্যন্ত পরিতাপের ব...িষয়, আপনাদের এই ঘরে থাকা নীতিতে চলতে গিয়ে আমি আমার প্রিয়তমা, ভালবাসাকে হারাতে বসেছি! হরতালের কারনে আমার ময়না পাখির সাথে দেখা করতে পারি না। তাকে দেখতে না পেয়ে দু-চোখ পুরে খাক হয়ে গিয়েছে (কান্নার ইমো হবে)। মনের এই ক্রান্তিলগ্নে আপনাদের দিকে তাকিয়ে আছি তীর্থের কাউয়ার মত। একদিনের জন্য ডেটিং করে, তাকে দেখার জন্য মন আকু-পাকু করতাছে।
অতএব, জনাবদের নিকট বিনীত নিবেদন এই যে, আমার মত সাধারণ প্রেমিকদের কথা মাথায় রেখে হরতালের মাসিক পন্জিকা তৈরি পূর্বক পরবর্তী কোন দিনটি হরতাল মুক্ত রাখবেন তা জানিয়ে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত( সবসময় থাকমু, আপনার জন্য আমরা কথা দিলাম)
আবিজাবাম সরকার
পুনশ্চ: মাসিক বা সাপ্তাহিক হরতালের মাঝেও এক-আধটা দিন হরতাল মুক্ত ভালবাসার বঙ্গ ঘোষণা করা যায় কিনা ভেবে দেখবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।