কুকুরে কুকুরে যখন কামড়াকামড়ি করে , এক টুকরো মাংসের জন্যে , তখন পাসে থাকা অন্য কুকুর চুপচাপ বসে থাকে না... সেও জরিয়ে পরে এক পক্ষে... কারণ তারও এক টূকরো চায়... কুকুরের মনিব বা গৃহস্থ যতক্ষণ না সব কুকুরগুলোকে সমানে ঠেঙ্গানি দেই অথবা মাংস টুকরো শেষ না হয় , ততক্ষন চলতেই থাকে এই সব কুকুরের যুদ্ধ... আমাদের তৃতীয় কুকুর ইতিমধ্যে যুদ্ধে অবতীর্ণ ... সে এবার পক্ষ নিয়েছে ওই কুকুরের , যে কিনা ইতিমধ্যে আমাদের মানচিত্রে তার খোবল বসিয়েছে... আমাদের মাতৃভূমিকে নিয়ে কুকুরগুলর মধ্যে যে যুদ্ধো শুরু হয়েছে , সে সময় যদি আমরা চুপ করে বসে থাকি , যদি উত্তম ভাবে ঠেঙ্গানি না দেই , তবে মাংস টুকরোর মত আমাদের প্রিয় বাংলাদেশকে ওরা ছিঁড়েছিড়ে খাবে… পাহারা দেওয়ার পরিবর্তে... এখন তো আমাদের ঘরের কোনে বসে থাকার সময় নয়… বেজে উঠল কি সময়ের ঘড়ি? এসো তবে আজ বিদ্রোহ করি … জয়বাংলা…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।