আমাদের কথা খুঁজে নিন

   

বেজে উঠেছে ঢাকঢোল

ভালোলাগে ভেসে বেড়াতে অন্ধকারের ব্যক্তিগত ছায়ায়.....

কাশফুলের শুভ্র-সতেজ আভায় প্রকৃতি পেয়েছে এক অনন্য রূপ। স্পষ্ট নীলাভ আকাশ, রোদের ফাঁকে ফাঁকে থোকা থোকা মেঘের বিচরণ ও বৃষ্টির চুপচাপ আনাগোনায় শরতের অস্তিত্ব লক্ষ করা যায়। বৃষ্টির তোড়ে হয়ে যাওয়া বন্যা যেন একেবারেই যায় না এই শান্ত-শুভ্র ঋতুর সঙ্গে। তার পরও কোথাও একটা শারদীয় হাওয়ার ঝাপটা চোখে-মুখে এসে লাগে। কোনো একটা উৎসবীয় গুনগুন ‘ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাঁসর, জমা আসর...’ শুনতে পাওয়া যায়।

কারণ, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। চারদিকে সাজসাজ রবে দেবীকে বরণ করে নিতে পরিবেশ ও প্রকৃতির আয়োজনের কোনো কমতি নেই। এবার দোলায় (পালকি) চলে আসবেন দেবী দুর্গা, সঙ্গে নিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আশীর্বাদের হাজারও ঝুলি। আশ্বিনের শুক্লা ষষ্ঠী তিথিতে বোধন ও সান্ধ্যকালে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব। এরপর একে একে সপ্তমী, অষ্টমী, নবমী ও মহা বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবের।

এখন শুরু হয়েছে ধুমধাম করে পূজা উদ্যাপনের সব আয়োজন। হয়তো এখন আর দেখা যায় না রঙিন কাগজ দিয়ে বানানো ঝালটের সাজসজ্জা, শুনতে পাওয়া যায় না মণ্ডপ আঙিনায় মহিলাদের শারদীয় গীত কিংবা দেখা যায় না যাত্রাপালা। তবে পূজা উপলক্ষে থাকে নানা সব বিষয়। চোখে পড়ে পাড়া-মহল্লার ছেলেদের গোল বৈঠকে দল বেঁধে ঘুরে বেড়ানোর উচ্ছ্বাস আর ঢাকের তালে নাচার উচ্ছ্বসিত সব পরিকল্পনা। প্রতিমা শিল্পীরাও তাঁদের অক্লান্ত পরিশ্রমের যবনিকা টানার দ্বারপ্রান্তে এসে দেবীকে সাজিয়েছেন বাস্তবিক রঙে, কাল্পনিক অনন্য রূপে।

আছে ব্যতিক্রমধর্মী আলোক ও ভিন্নধর্মী কারুকাজে পাল্লা দিয়ে মণ্ডপ সাজানোর প্রতিযোগিতা। ঢাকিরাও চূড়ান্তভাবে সেরে নিয়েছেন তাঁদের ঢাক ও কল-কাঠির ঝালাই। আছে ধুতি ও পাঞ্জাবিতে বাবুমশাই সেজে ঘুরে বেড়ানো ও ঢাকের তালে কারও কারও ধুপচি হাতে নাচ বা কাঁসর বাজানোর শৈল্পিকতা দেখার সুবর্ণ সুযোগ। একসময় দশমী পূজা শেষে দর্পণ বিসর্জনান্তের পর বিসর্জন হবে দেবীর প্রতিমা। বিঃদ্রঃ আজ প্রথম আলো বন্ধুসভা পাতায় লেখাটি ছাপা হয়েছে।

View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.