আমাদের কথা খুঁজে নিন

   

দুঃস্বপ্নের রাতগুলি

বাঙলা কবিতা

দুঃস্বপ্নের রাতগুলি ========= শীর্ণ কড়িকাঠ বেয়ে আচমকা উদিত হলো অথর্ব কিম্ভূত; অষ্টপদী মাকড়সার মতো সারা অঙ্গে বীভৎস সুচালো লোম তার; আর সেই বেসাতের পিছে পিছে দঙ্গলের মতো শ্যাওলামাখা কাঁকড়ার দল। তারা সমস্বরে প্রকট চেঁচিয়ে ওঠে : ঊর্ণাভূমি এ রাজ্যের নাম আর মাকড়সাই আমাদের রাজা; দুর্গন্ধ ডোবার নষ্ট জল ছেড়ে এই মাত্র উঠে আসা অযাচিত সে সব প্রাণীর কর্ণলতিকা জুড়ে ভয়ঙ্কর দৃশ্যে উদ্ভাসিত পুঞ্জ পুঞ্জ চোখ; চোখের মণিতে জ্বলে প্রতিহিংসার রঙে বিকশিত ক্রোধ। অপভ্রংশে কথা বলে তারা আর সেই ঊর্ণনাভ কোলাব্যাঙের মতো অশ্লীল হেসে ওঠে; সঞ্চালিত মাকুর শব্দের মতো সেই ঘৃণ্য হাসির আওয়াজ ব্রজের বাতাসে মিশে বীতশ্রাব্য ঝড়ের হুংকার হতে থাকে। নিদ্রাভঙ্গে শ্বাসরুদ্ধ নাটকের অবসান হলে আচানক দেখা যায় : দূর পাহাড়ের দিকে যেন কার বিস্মৃত মেজেন্ডা আঁচল খণ্ড-বিখণ্ড ক'রে পতাকার মতো বস্ত্র ওড়াতে ওড়াতে সেই অদৃশ্যপূর্ব প্রাণীকূল দুর্বোধ্য রবে করে গর্জন-উল্লাস; ব্রজের অরণ্যজুড়ে নেকড়ের ডাক শোনা যায়... আর ইতস্থত ছড়ানো ছিটানো এক মহিষীর ছিন্নভিন্ন দেহ, স্বপ্ন, মন... মৃত্যুর আকাঙ্ক্ষা নিয়ে কাতরাতে থাকে, নিরুপায়...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।