সারাবেলা
ঘাসের ডগায় শিশির হাসে
সূর্য ছড়ায় আলো,
ফুল ফোটানো তোমার হাসি
দেখতে লাগে ভাল।
রোদ তাতানো দুপুরবেলা
শান্ত দীঘির জলে,
একটু বাতাস পেলেই তবে
শাপলা মেয়ে দোলে।
বিকেল যখন ঘোমটা টানে
আঁধার ভালবেসে,
রাতের আকাশ হোকনা উদাস
শুকতারা ঐ হাসে।
আমার চোখে নেইতো আঁধার
শুধুই আলোর খেলা,
তোমার আলো দেয় রাঙিয়ে
আমায় সারাবেলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।