আমাদের কথা খুঁজে নিন

   

আমি ও আমার সারাবেলা......

বলার মতো কিছু খুজে পাচ্ছি না.........যখন পাবো তখন বলবো.....

আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি...তোমাকে দিলাম......। নাহ্ , দেয়ার মতো কেউ নেই। আমার সারাদিন কাটে আমার মতো করেই। সকাল ইউনিভার্সিটি যাওয়া আর সন্ধ্যায় বাড়ি ফেরার মাঝেই সীমাবদ্ধ। সন্ধ্যায় পরিবারের সবার সাথে বসে গল্প করা আর রাতে ফেসবুক নিয়ে বসা।

এবং অবশ্যই বই পড়া। এই শৃংখল থেকে বের হই সপ্তাহের শেষে। সকালটা নিজের রুমে বসে কাটাই। দুপুরে নামায পরে খাবার খেয়ে অপেক্ষা করি বিকেলের। বিকেল হলেই বেরিয়ে পরি বাসা থেকে।

কখনো বন্ধুদের বাসা, কখনো একা একা হাটি রাস্তায়। কখনো কোন বন্ধুকে নিয়ে চলে যাই জিয়া উদ্যানে অথবা ধানমন্ডি লেকে। রবীন্দ্র সরোবরের কাছাকাছি বসি। কারন ঐখানে শুটিং করা যায়। নাটক বা সিনেমার শুটিং না।

গুলি করে বেলুন ফুটানোর শুটিং। এটা আমার খুবই প্রিয় একটা জিনিশ। শুটিং এর হাত খুব একটা খারাপ না। লেকে গেলে শুটিং এর পাশাপাশি আমার আরেকটা নিয়মিত কাজ হচ্ছে চা খাওয়া (পান করা !)। এক চা ওয়ালার সাথে পরিচয় হয়ে গেছে।

চা খুব একটা ভালো হয় না কিন্তু আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। সিটি কলেজে পড়া অবস্থা থেকেই আমি এতে অভ্যস্ত। চা খাওয়া শেষ হলে আরো কিছুক্ষন ঘোরাঘুরি করে বাসায় ফিরি। আর যেদিন ঘুরতে বের হই না সেদিন রেসিডেনসিয়াল স্কুলের মাঠে যাই ফুটবল খেলতে। রেসিডেনসিয়াল স্কুলে খেলতে না পারলে চলে যাই জিয়া উদ্যান কিংবা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রর পাশের মাঠে।

সন্ধ্যায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে বসি ফেসবুকে। রাতের খাবারের পর আরো কিছুক্ষন থাকি নেট এ। তারপর ঘুমাতে যাই। সকালে আবার আরেকটি ব্যস্ত সপ্তাহের সূচনা হয়। শুরু হয় যান্ত্রিক শহরে যান্ত্রিক জীবনের পুনর্যাত্রা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।