দ্রোহের আগুনে উঠুক জ্বলে তোকেই ভালবাসি তোর বুকেতেই আছড়ে পড়ে তাইতো কাঁদি হাসি। তোকেই বাসি ভালো তুই যে আমার ঝুম বর্ষায় শেষ বিকেলের আলো। তোকেই মনে পড়ে রোজ সাঁঝেতে সূর্য হারায় আঁধার নিঝুম ঘরে। তোকেই খোঁজে আঁখি রোজ ভোরেতে শূক তারাতে তোরই ছবি দেখি। ভাবি সারাবেলা তাই বুঝি তুই এমন করে আমায় করিস হেলা? হঠাৎ দূরেই যাব পাবিনা তুই কোথাও খুঁজে এমনিযে হারাবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।