আমাদের কথা খুঁজে নিন

   

অনর্থক সারাবেলা

একদিন তোর কথা শুনবে নদি...

আজ সকালটা ছিল রোদেলা ঠিক তোমার হাসির মত। দুপুর... 9 নম্বর বাস, পকেটমার...মারমার-কাটকাট, ঘাম...ঘুম ঘুম কাশ, ছুটি, বাড়ী ফেরা...। বিকেলটা... কেটে গেল আনমনে- নিঃসঙ্গ, মেঘ বালিকা এসেছিল আলো কুড়োতে; বৃষ্টি এসে তাকে ঝরিয়ে গেল, থেকে গেলাম আমি...স্মৃতি...জল; আর দগদগে নিঃসঙ্গতা। সন্ধ্যায়... মুখোমুখি বসেছিলাম- আমি-নিয়তি আর দৃষ্টির আড়ালে চির অচেনা সেই তুমি, কে, কাকে, কতটুকু চিনি? মুছকি হাসে নিয়তি; পাগল নাকি...!! মানুষ সহজে ভুলে যায়- যেমন আমি, যেমন তুমি... অথচ সূযর্্য প্রতিদিন আসে...যায়; আসে-যায় সুখ-দুঃখ...পালাবদল, কতটুকুইবা মানুষ নিতে জানে...কতটুকুইবা দিতে? জানা নেই...আমার তা জানা নেই। হুম... মেঘবালিকা এসেছিল আলো কুড়োতে বৃষ্টি এসে তাকে ঝরিয়ে গেল, থেকে গেলাম আমি, স্মৃতি... জল; আর দগদগে নিঃসঙ্গতা। (কবিতাটা শেষ পর্যন্ত শেষ করা গেল!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.