আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

র‌্যাব বলছে, নিহতরা পেশাদার ছিনতাইকারী। তাদের কাছে একটি রিভলবার ও ছিনতাই করে আনা একটি গাড়ি পাওয়া গেছে।
তবে তাৎক্ষণিকভারে তাদের পরিচয় তিনি জানাতে পারেননি র‌্যাব সদস্যরা।
র‌্যার ১০ এর অপারেশন অফিসার ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের কাছে ঢাকা-মাওয়া সড়কে র‌্যাবের টেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়া হয়। কিন্তু চালক গাড়ি না থামিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করে।


“এ সময় র‌্যাব সদস্যরা প্রাইভেটকারের কাছাকাছি গেলে গাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। ”
পরে গাড়ির ভেতর দুজনের লাশ পাওয়া যায়। তাদের কাছে দুটি গুলিসহ একটি রিভলবারও পাওয়া যায় বলে ফজলে রাব্বি জানান।
তিনি বলেন, “নিহতরা পেশাদার ছিনতাইকারী।

তাদের সঙ্গে পাওয়া গাড়িটি রাত ৯টার দিকে ছিনতাই হয়। গাড়ির মালিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। ”
নিহতদের লাশ ময়নাতদন্তের  জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.