আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাবের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দশম প্রতিষ্ঠাবার্ষিকী। সংস্থাটির মহাপরিচালক মোখলেছুর রহমান গতকাল সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের সূচনা করেন। সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব সদর দফতরে বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। দরবারের শুরুতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদ এবং দায়িত্ব পালন করতে গিয়ে র‌্যাবের যেসব সদস্য জীবন উৎসর্গ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল জিয়াউল আহ্সান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি আফতাব উদ্দিন আহমেদ, র‌্যাবের বিভিন্ন উইংয়ের পরিচালকসহ বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, 'বাংলাদেশ আমার অহঙ্কার' এই আদর্শে উজ্জীবিত র‌্যাবের প্রতিটি সদস্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সর্বদা অঙ্গীকারবদ্ধ। র‌্যাব আজ জনমনে আস্থার প্রতীক হিসেবে স্থান পেয়েছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় র‌্যাবের সাফল্যের ধারাবাহিকতা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। ' তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ ও প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে সবাইকে অপরাধ ও সন্ত্রাস দমনের জন্য অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে। এ ছাড়া র‌্যাব সদস্যদের দ্বারা যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি বা ক্ষতির শিকার না হন এবং মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় সে বিষয়ে বিশেষভাবে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.