বলিউডের অভিনেত্রী মাহিমা চৌধুরী (৩৭) ইভটিজিংয়ের শিকার হয়েছেন। বিস্তুপুরের জুবিলি পার্কে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এ বিব্রতকর ঘটনার শিকার হন। পরে তিনি এক ট্রাফিক পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে চলে আসতে সক্ষম হন।
মাহিমা চৌধুরী জুবিলি পার্কে এক প্রচার অনুষ্ঠানে যোগদান করেন। তবে অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা তেমন জোরালো ছিল না। এ সুযোগে কয়েকজন যুবক মাহিমার সঙ্গে খারাপ আচরণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। কিন্তু মাহিমা এ পরিস্থিতি থেকে পালাবার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। পরে ফটোসাংবাদিক ও অন্যান্য মিডিয়াকর্মীরা তার সাহায্যে এগিয়ে আসে এবং মাহিমাকে একজন ট্রাফিক পুলিশের মোটরসাইকেলে উঠিয়ে দেয়। ট্রাফিক পুলিশের সহায়তায় অবশেষে মাহিমা রক্ষা পান ইভ টিজারদের হাত থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।