আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজিংয়ের সময় গ্রেফতার করা ৬ যুবকের কারাদণ্ড

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
ইভটিজিংয়ের সময় গ্রেফতার করা ছয় যুবককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ রায় প্রদান করেন। আগের দিন দুপুরে তাদের শহরের একটি স্কুলের মেয়েদের উত্যাক্ত করার সময় গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ সদর থানার ওসি জানিয়েছেন সম্প্রতি ইভটিজিংয়ের ব্যাপারে সকলে সোচ্চার হওয়ার পর এ ধরনের রায় এটাই প্রথম। নারায়ণগঞ্জ সদর থানার ওসি আকতার হোসেন জানান, শহরের মন্ডলপাড়ায় অবস্থিত গনবিদ্যা নিকেতনের সামনে মেয়েদের উত্যাক্ত করছিলো বেশ কয়েকজন যুবক।

এসময় র‌্যাব ছয় বখাটেকে গ্রেফতার করে। এরা হচ্ছে কামাল হোসেন, মামুন, সাইফুল, সুমন, অপু ইসলাম, সেন্টু মিয়া। এদের প্রত্যেকের বয়স বিশ থেকে বাইশের মধ্যে। গনবিদ্যা নিকেতনের মেয়েদের শিফট ছুটির সময় এদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র‌্যাবের ডিএডি আলমাস বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ আইনের ৩৪ ধারায় এ মামলা দায়ের করা হয়। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুজ্জামান জিলানী এ মামলার রায় প্রদান করেন। মামলার রায়ে এদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ওসি আরো বলেন, সম্প্রতি ইভটিজিংয়ের ব্যাপারে সকলে সোচ্চার হওয়ার পর এ ধরনের রায় এটাই প্রথম। এ ধরনের রায় বখাটেদের নিরুৎসাহিত করবে।

আর বখাটেদের ধরতে আমাদের উৎসাহিত করবে। এদের মাত্র ৭ দিনের কারাদণ্ড আইনের দুর্বলতাকেই প্রকাশ করে না কি ? ৭ দিন পর এরা আবারও অপকর্মে লিপ্ত হবে না তার গ্যারান্টি কী ? আরও কঠোর আইন দরকার নয় কি ?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.