ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৫ সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিমউদ্দিন হলের ছাত্রলীগ কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে আজ রোববার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন- তাওহিদুল ইসলাম (নিউ এজ),
শাকিল (রেডিও এবিসি), মনির মোমতাজ (সাপ্তাহিক ২০০০), সিফাতুল ইসলাম (যমুনা টেলিভিশন), সাব্বির (চ্যানেল আই)। জানা গেছে, টিএসসি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের এক ছাত্রী রাত সাড়ে ৯টার দিকে রোকেয়া হলে যাচ্ছিলেন। এ সময় কবি জসিমউদ্দিন হলের ছাত্রলীগ কর্মী রুমী, রোবায়েত, সোহেল রানা, মহিদুল ইসলামসহ বেশ কয়েকজন ওই ছাত্রীকে উত্ত¨ক্ত করে।
ওই ছাত্রী মোবাইলের মাধ্যমে তার সাংবাদিক বন্ধুদের ডাকলে তারা এসে বিষয়টি মীমাংসা করে দিতে চায়। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক রূপকও উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের ওই কর্মীরা উপস্থিত সাংবাদিকদের বেধরক পিটিয়ে আহত করে। পরে কবি জসিমউদ্দিন হলের সাধারণ সম্পাদক কাজী এনায়েত গ্রুপের আরো কিছু কর্মী এসে হকিস্টিক, লাঠি ও রড দিয়ে তাদের দ্বিতীয় দফা পেটায়। এতে ৫ সাংবাদিক আহত হয়।
এদের মধ্যে তাওহিদুল ইসলাম ও শাকিল গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে কবি জসিমউদ্দিন হলের সাধারণ সম্পাদক কাজী এনায়েত শীর্ষ নিউজ ডটকমকে জানান, ঘটনার সাথে জড়িত কেউই ছাত্রলীগের কর্মী নয়। এদের কারও সঙ্গেই আমার ব্যক্তিগত পরিচয় নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।