বিরামপুর কলেজ বাজারে এক এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালত আজ এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছে। রায় ঘোষনার পরই পুলিশ সবুজকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
দণ্ডপ্রাপ্ত যুবক বিরামপুরের মনিরামপুর গ্রামের বেলায়েত হোসেনের পুত্র তৌরিত জামান সবুজ (২২)।
পুুলিশ জানায়, বিরামপুর উপজেলার মনিরামপুর গ্রামের বেলায়েত হোসেনের পুত্র তৌরিত জামান সবুজ এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে প্রায়শঃই উত্যক্ত করে আসছিল। আজ সকালে বিরামপুর কলেজ বাজার রাস্তায় আবারও উত্যক্তের শিকার ছাত্রীটি চিৎকার দিলে এসময় স্থানীয় জনতা সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।
দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম মনিরুজ্জামান আল-মাসউদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সবুজকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন। রায় ঘোষনার পরই পুলিশ সবুজকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।