আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ইভটিজিংয়ে দায়ে এক বখাটে যুবককের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রউফ মন্ডল।
 
কারাদন্ডপ্রাপ্ত বখাটে যুবক মোঃ রনি (২৫) কে আজ ইভটিজিং করার অপরাধে এই কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ডপ্রাপ্ত রনি (২৫) বোচাগঞ্জ উপজেলার ধনতলা হেলিপ্যাড পাড়ার মোঃ ফরিদ হোসেনের ছেলে।
 
পুলিশ জানায়, মোঃ রনি প্রায় বোচাগঞ্জ উপজেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীদের নানাভাবে উত্যক্ত করে আসছিল। আজ সকালে সে একই মেয়েদের উত্যক্ত করার সময় মহিলা সংস্থার চেয়ারম্যান হনুফা বেগম ওই বখাটে যুবক রনিকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে সোপর্দ করেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮৬১ সালের দন্ডবিধি আইনের ৫০৯ ধারার অপরাধে ওই রনিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আজই আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.