বৈজ্ঞানিক দূষ্টিতে ধূমপানের কোনো উপকারিতা আছে বলে আমার জানা নেইকিন্তু এখানে একটি কথা আছেআমার অশেষ গবেষনার বদৌলতে আমি ধূমপানের কিছু উপকারিতা আবিষ্কার করতে সফল হয়েছি তো আর কথা না বাড়িয়ে আসাযাক ধুমপানের উপকারিতায
পয়েন্ট১.ধূমপায়ী ব্যাক্তির বাড়িতে কোনো দিন চোর আসে না
(ব্যাখ্যাঃধূমপায়ী ব্যাক্তি মাত্রাতিরিক্ত ধূমপানের ফলে সারা রাত কাশতে থাকেন,যার দরুন চোর বাবাজি যখনই চুরি করতে আসেন কাশির শব্দে মনে করে যে বাড়ির কর্তা এখনও জেগে আছেন ফলে তার আর চুরি করা হয়ে ওঠে না)
পয়েন্ট২.ধূমপায়ী ব্যাক্তিকে কখনও কুকুরে কামরায় না
(ব্যাখ্যাঃধূমপায়ী ব্যাক্তির হাতে সব সময় একটি লাঠি থাকে তাই কুকুরে কামরায় না)
পয়েন্ট৩.ধূমপায়ী ব্যাক্তির কখনও যৌবনকাল শেষ হয় না
(ব্যাখ্যাঃধূমপায়ী ব্যাক্তির যৌবনকাল শেষ হওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢ়োলে পরেন ফলে)
পয়েন্ট৪.ধূমপায়ী ব্যাক্তির দাঁতে কখনও পোকা ধরে না
(ব্যাখ্যাঃএত ধূয়ার কারনে পোকার বেঁচে থাকা তো আসবম্ভব,তাহলে পোকা 'চাল হাট')
তো আসুন ধূমপান থেকে বিরত থাকি,মাদককে না বলি।
পকেটের টাকা পকেটে রাখি
আপনাদের আরও কোন পয়েন্ট জানা থাকলে জানাতে ভুলবেন না যেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।