আমাদের কথা খুঁজে নিন

   

ধূমপানের উপকারিতা রি পোস্ট

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)
ধূমপান বিষপান, কথাটা ঠিক না সাম্প্রতিক আমেরিকার প্রেসিডেন্ট বারেক ওবামার মতে রেগুলার যারা ধূমপান করেন তাদের(৪)চারটা উপকারের কথা আজকে আমি তুলে ধরবো সামুর ব্লগার এবং পাঠক,পাঠিকার সামনে। তো আসুন জেনে নেই ধূমপানে ধূমপায়ীদের ৪টি উপকার কি কি। ? নং (১) আপনি যদি রেগুলার ধুম্পান করেন তা হলে আপনাকে কখনো কুকুরে কাটতে বা কামরাইতে পারবেনা। এবং কি কুকুর আপনার কাছে ও আসতে পারবেনা। নং (২) চোর কখনো আপনার বাড়িতে চুরি করতে আসবেনা।

নং (৩)গলার মালা হিসাবে সবার কাছে সমাদৃত হবেন। এবং নং (৪) আপনি কখনো বুড়া হবেন না। ১*কুকুর কেন আপনাকে কাটতে পারবেনাঃ কারন আপনি রেগুলার ধূমপানে ৪০-৫০ বছর বয়সে আপনার গলার ভিতর এক ধরনের কাশির জন্ম হবে, কাশতে কাশতে আপনি সোজা হয়ে হাঁটতে পারবেন না। সোজা হয়ে হাঁটতে হলে আপনার প্রয়োজন হবে লাটির, লাটি ছাড়া আপনে সোজা হতে পারবেন না, আর আপনার হাতে যখন লাটি থাকবে কুকুর তখন আপনার কাছ থেকে ১০০ হাত দূর থাকবে। আর ১০০ হাত দূর থেকে কি-কুকুর আপনাকে কাটতে পারবে।

? পারবেনা। ২*চোর কেন কখনো আপনার বাড়িতে চুরি করতে আসবেনাঃ কারন আপনার রেগুলার ধূমপানে ৪০-৫০ বছর বয়সে গলার ভিতর যে কাশির জন্ম হবে, ঐ সময়টা প্রায় প্রতি রাতই আপনাকে ঘুমের মধ্যে কাশতে হবে, আর আপনি যখন ঘুমের মধ্যে মাঝে মাঝে কাশবেন, আপনার বাড়ির আশে পাশে চোর আসলে সে যখন আপনার কাশির শব্দ শুনবে, তখন বুঝবে সে আপনি সজাগ, আপনি ঘুমান নাই, কারন সবাই জানে ঘুমন্ত মানুষ কাশেনা, জাগ্রত মানুষের সামনে কি ভাবে সে চুরি করবে। ? সে তখন পালাবে। ৩*গলার মালা হিসাবে কি ভাবে সমাদৃত হবেনঃ অতিরিক্ত ধূমপানে ওঠ ও ঠোট সহ যখন পূরা মুখমণ্ডল কালো হয়ে যাবে। তখন আপনার একটা কথাই মনে পরবে, কালা গলার মালা... আর তখনি গলার মালা হিসাবে সবার কাছে সমাদৃত হতে পারবেন।

৪*কেন আপনি বুড়া হবেননাঃ এইটা একদম সোজা হিসাব, অতিরিক্ত ধূমপানে লাঞ্চকেন্সার, হুপিংকাশি, অথবা যক্ষা এই ধরনের রোগে আপনি আক্রান্ত হয়ে বুড়া হওয়ার আগেই আপনাকে পরপাড়ে পাড়ি দিতে হবে। তো বুড়া হবেন কি ভাবে। ?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.