জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।
পরথম আলুর সাম্বাদিক উৎপল সুভ্রের ফাউলামি লিখা বন্ধ কর।যা মনে যায় ...,যেমনে ইচ্ছা,আর নিজের বানানো সাহিত্য দিনের পর দিন লেইখ্যা যাইতাছে।মানুষের তো একটা ধৈর্য বাঁধ থাকে নাকি? ওয়েস্ট ইন্ডিজে গিয়া ঐ ব্যাটার কাব্য চর্চা যেন ১০০ গুণ বাইরা গেছে। উৎপল শুভ্রের লাইগা খেলার পাতাটা পর্যন্ত পড়া বন্ধ করে বাইধ্য হইলাম। নিজে লেখা লেখবি লেখ।সবারে ঐ লেখা খাওয়াইতে হইব এইটা কেমুন কতা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।