অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই
উৎপল শুভ্র আপনি আমার প্রিয় ক্রীড়া সাংবাদিক। যেকোন খেলার সংবাদ যে কতটা আকর্যনীয় হতে পারে তা আপনি না লিখলে বাংলাদেশের পাঠকরা এর মজা টের পেত কি না জানি না!
ভারতের সাথে ম্যাচে'র পর যতটুকু মনে পড়ে আপনি শফিউলের সাক্ষাতকার নিয়েছিলেন। সেখানে সে বলেছিল " আমার দিন আসবে,এই টুর্নামেন্টেই আসবে!"
অনেক সাহস করে এবং দৃঢ়তার সাথে তার সেই সাক্ষাতকারে দেয়া "জবান" পড়েছিলাম এবং আজ তার বাস্তবায়ন দেখলাম।
ঐ সময়ে সে যেভাবে সাহসের সাথে রান তুলেছে তার ব্যাখ্যা দিয়ে মনের মাধুরী মিশিয়ে এবার তার গুনকির্তন করে নিজেদের দায়িত্ব পালন করুন।
আপনি দয়া করে তার একটি সাক্ষাতকার নিন এবং তাকে বলুন যে কথা রাখায় তার প্রতি দেশের প্রতিটা মানুষ খুব গর্বিত হয়েছি।
সেই সাক্ষাতকারটি আপনিই নিয়েছিলেন বোধহয় তবুও আমার যদি ভুলও হয় তারপরও এবারের সাক্ষাতকারটি আপনি নিন। সে যে ঠিক এই শব্দগুলোতেই "জবান" দিয়েছিল তা আমার স্পষ্ট মনে আছে এবং সেটা ভুল হবার কোন সম্ভবনা নেই।
কথা দিয়ে কথা না রাখার সমাজ আমাদের। কেউ যখন কথা রাখে তখন তাকে উৎসাহিত করা আমাদের দায়িত্ব। আমারটা আমি পালন করলাম ব্লগে এবার দয়াকরে আপনার দায়িত্ব আপনি করুন জাতীয় দৈনিকে।
দুঃখজনক ভাবে আমার ফোন কার্ডে টাকা নাই নইলে আপনার অফিসেই ফোন করতাম ব্লগে অনেক সাংবাদিক বিচরন করে বিধায় এখানেই লিখলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।