"I may disagree of what you say, but I will defend to the death - your right to say it." – Voltaire বহুদিন আগের কথা। যীশু খ্রীষ্ট/ আমাদের হযরত ঈসা (আঃ) একদিন এক নদীর ধার দিয়ে হাঁটছিলেন। এমন সময় তিনি দেখলেন কিছু লোক এক সুন্দরী মেয়েকে তাড়া করছে। তিনি তাদের সকলকে থামালেন। কেন তাড়া করা হচ্ছে তা জানতে চাইলেন।
তখন সেই পুরুষগুলো হযরত ঈসা (আঃ) এর কাছে অভিযোগ দাখিল করে বিচার করতে বলল। তাদের ভাষ্যমতে এই নারি ব্যভিচারিনী, অসৎ চরিত্রের অধিকারিনী। সে তার রূপের অপব্যবহারের মাধ্যমে শুধু অর্থ ঊপার্জনই নয়, বরং গোত্রে গোত্রে দাঙ্গা লাগাতে ভালোবাসত। তখন হযরত ঈসা (আঃ) বললেন, "এর উপযুক্ত শাস্তি হচ্ছে প্রস্তর নিক্ষেপ করে মৃত্যুদন্ড। "
একথা শুনে সেই লোকগুলো মেয়েটিকে মারতে উদ্দ্যত হল।
তখন হযরত ঈসা (আঃ) বললেন, "তবে, তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই পাথর ছুঁড়তে পারবে যে সজ্ঞানে কখনো কোন পাপ করে নি। আছ কি তেমন কেউ? থাকলে সামনে এগিয়ে আস, নাহয় যে যার যার কাজে যাও। "
তখন তারা মাথা নিচু করে চলে গেল।
এঘটনা মেয়েটির মনে রেখাপাত করে যায়, পরবর্তীতে সে ক্ষমা চেয়ে সৎ পথে ফিরে আসে।
আজ আমরা অনেকের দুর্নীতি দেখে হাঁক ছাড়ছি।
রাতে ঘুমোতে যাবার আগে অন্তত একবার নিজের পাপগুলো কথা ভাবুন, ধরা পড়লে কি কি হতে পারে ভাবুন, বেশী ভাববেন না, ছোটবেলার মত বিছানা ভিজিয়ে ফেলবেন আবার।
শুভ রাত্রি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।