আমাদের কথা খুঁজে নিন

   

উৎপল শুভ্রের কাছে খোলা চিঠি

আমার মেঘের বুকে জল/তোমার তেমন আকাশ কই/ইচ্ছে করে আরেক জনম/মুষলধারা হই...

প্রিয় উৎপল শুভ্র, জানিনা একজন মানুষ কতটা নির্লজ্জ হলে এইরকম নগ্নভাবে একজন মানুষের পক্ষে দালালি চালিয়ে যেতে পারে। আশরাফুলকে আর কত ইনিংস সুযোগ দিলে আপনার তৃষ্মা মিটবে? ২০০৫ এর অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ম্যাচের ঋণ কি তাকে আজীবন দলে সুযোগ দিয়ে মিটাতে হবে? আপনি বলেছেন "নিউজিল্যান্ডের বিপক্ষে গত হোম সিরিজে বাদ দেওয়ার পর জিম্বাবুয়ে সিরিজের আগে বলা হলো তাঁকে অন্তত প্রথম তিনটি ম্যাচে খেলানো হবে। অথচ সুযোগ পেলেন কেবল প্রথম ম্যাচটাতে!" তাতে দলের কি ক্ষতিটা হয়েছে একটু বুঝিয়ে বলবেন প্লিজ? নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করা হলো আশরাফুলকে ছাড়াই। জিম্বাবুয়ে সিরিজের একমাত্র আশরাফুল যে ম্যাচে খেলেছে সেই ম্যাচটি ছাড়া বাকি সব ম্যাচই বাংলাদেশ জিতেছে। আপনার কাছে কি দলের জয় বড় নাকি একজন মানুষের স্বার্থ বড়? "পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে একটা চার মেরে আউট হয়ে গেলেও আউট হলেন খুব ভালো একটা বলে।

" একটা চার মেরেছেন এই তথ্যটা অবশ্যই কোনো না কোনো ভাবে উল্লেখ করতে হবে তাই না শুভ্র? আর "খুব ভালো বলে আউট হয়েছেন" এই বাক্যটা আশরাফুলের ব্যাপারে কয়শতবার লিখেছেন একটু হিসেব করে দেখবেন কি? আপনার কি মনে হয় দুনিয়ার সব বোলাররা শুধু আশরাফুলকে "খুব ভালো" বল করে, আর বাকি সবাইকে ওভারে ছয়টা মোয়া দেয় গুড় দিয়ে খেতে? একজন ব্যাটসম্যানের ব্যর্থতাকে "খুব ভালো" বলের আড়ালে আর কতদিন ঢাকবেন? সে যদি এতই কুতুব হয় তাহলে "খুব ভালো ব্যাট" কেনো করতে পারেনা? তামিম/সাকিব আউট হলে সমালোচনার বন্যা বইয়ে দেন আউটের ধরণ নিয়ে কথা বলে, আর আশরাফুল আউট হলে বোলারের দোষ কেন সে এত ভালো বল করলো! প্লীজ শুভ্র, বাংলাদেশ দল অনেক অনেক বছরের মধ্যে নিজেদের সেরা দল নিয়ে বিশ্বকাপে খেলছে, এই দলটাই নিউজিল্যান্ড আর জিম্বাবুয়েকে সিরিজ হারিয়েছে, আশরাফুলকে ছাড়াই। দলের প্রত্যেকটা খেলোয়াড় অ্যাট লিস্ট ৩-৪ ম্যাচ পরপর ভালো খেলে, দলের জয়ে অবদান রাখে। একমাত্র আশরাফুলই উজ্বল ব্যাতিক্রম যে কিনা ধারাবাহিকভাবে খারাপ খেলতে সিদ্ধহস্ত। তার মত এত সুযোগ আর কোনো প্লেয়ার পায়নি, পাবে বলেও মনে হয়না। তারপরেও তাকে নিয়ে কেনো আপনার এত নির্লজ্জ দালালি? গত দুই সপ্তাহের প্রথম আলোর খেলার পাতায় প্রতিদিন আশরাফুলের এটলিস্ট একটা ছবি/খবর আছেই।

দলে কি আর কোনো খেলোয়াড় নেই? সাকিবকে লোয়ার ডাউন করার কতভাবেই না ট্রাই করলেন, কতভাবেই না ওকে দিয়ে বলানোর চেষ্টা করলেন যে টস জিতে ফিল্ডিং নিয়ে ও ভুল করেছে। কেন শুভ্র, আশরাফুল ছিলোনা দেখেই কি আপনার এত গাত্রদাহ? একসময় আপনার রিপোর্টের অনেক ভক্ত ছিলাম, কিন্তু এখন আপনাকে কি করতে ইচ্ছা হয় জানেন? ইচ্ছা হয় আপনার সামনে গিয়ে আপনাকে থুতু দিতে। কারণ আপনি যা করছেন এখন সেটা সাংবাদিকতা নয়, সেটা পরিষ্কারভাবে দলের মধ্যে বিভক্তি তৈরি করা, জিততে থাকা একটি দলকে হারার রাস্তা প্রদর্শন করা। আপনাদের মত সাংবাদিকদের জন্যই বোধহয় এই কথাটির জন্ম "When the journalists will decide what is right and what is wrong, that'll the end of the world ". (আজকের প্রথম আলোর এই নিউজটা পড়ে অনেকদিনের জমতে থাকা ক্রোধ সংবরণ করতে না পেরে পোস্টটা দিলাম Click This Link )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.