গতকাল প্রথমআলোর স্পোর্টস রিপোর্টার উৎপল শুভ্রর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা হয়েছে।
বাংলাদেশ ভারত ম্যাচের পর থেকেই বাংলাদেশ দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান এবং টিমের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আপত্তিকর এবং মনগড়া সংবাদ প্রকাশের জন্য জন্য হাড়ভাঙ্গা জেলার দায়রা জজ আব্দুল মজিদ স্বত্বপ্রনদিত হয়ে শুভ্রর বিরুদ্ধে এই মামলা করেন। মামলার আর্জিতে জানান হয় যে এই তথাকথিত ক্রীড়াসাংবাদিক বাংলাদেশ দলের বিরুদ্ধে মনগড়া সংবাদ পরিবেশন করে বাংলাদেশ দলের মনবল ভেঙ্গে দেয়ার কুটচক্রে নিয়োজিত আছেন এবং সরাসরি বাংলাদেশ দলের ক্যাপ্টেনের মতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যেহেতু বাংলাদেশ দলের ক্যাপ্টেন বিশ্বদরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন সেহেতু বাংলাদেশ দলের ক্যাপ্টেনের বিরুদ্ধে যাওয়া মানেই হল বাংলাদেশের বিরুদ্ধে যাওয়া যা কিনা রাষ্ট্রদ্রোহিতার সমান। মামলার আর্জিতে আরও জানান হয় যে বিশ্বকাপ চলাকালে উৎপল শুভ্রদের মত সাংবাদিকদের বাংলাদেশ দলের প্রত্যেক সদস্যদের থেকে কমপক্ষে ৫০০ হাত দূরে থাকারও অনুমতি চাওয়া হয় এবং তাদের সাথে ফোন বা অন্যকোন মারফতে যোগাযোগ না করার জন্যও আদেশ চাওয়া হয়। মামলর সাক্ষ্য হিসেবে ২০, ২১, ২২ এবং ২৩ তারিখের প্রথম আলোর কপি আদালতে জমা দেয়া হয়।
এদিকে আজ বিকেলে একুশের বই মেলায় একদল উত্তজিত জনতা উৎপল শুভ্রকে দাবরানি দিয়ে ক্যাপ্মাস থেকে বের করে দিয়েছে এবং তারা শপথ নিয়েছে যেখানেই উৎপল সেখানেই দাবরানি।
সূত্র: প্রথমালো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।