আমাদের কথা খুঁজে নিন

   

পাশাপাশি

আজো আমার বোধ হলো না। ভেতরে নীল ক্রোধ হলো না।পরান-গলা রোধ হলো না।

তোমায় বৃষ্টিতে ভিজতে দেখি ছাদে আমার যে বৃষ্টির ফোটা হতে বড় সাধ জাগে; তোমার চিবুক, ঠোটের ঐ মিষ্টি হাসি ছুয়ে দিয়ে বলতাম ভালবাসি। কেন যে পলকা বাতাস হলাম না, ইশ! তোমার এলো চুলের সাথে হত মিলমিশ। না হয় হলাম তোমার চোখের পানি, দুঃখেই তোমার অনন্ত সঙ্গী আমি। নাহ্ এটা নিষ্টুরতা হয়ে যায় বেশি বাড়াবাড়ি, তুমি চাইলে দিতে পার, আমার সাথে আড়ি। তোমার শিয়রে রাখা মোটা গল্পের বই হলে ভাল হয় বেশি, শয়নেও থাকা গেল তোমার পাশাপাশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.