আমি আছি আবার নাই
এক একটি শব্দ বৃষ্টির ফোটার মতো ভূমিতে,
ছোট ছোট গর্ত, মানে খানিক মাটি কিংবা অপ্রয়োজনের ধুলার অপসারন,
বিচ্ছিন্নতায় গভীরতা নেই---।
বিপ্লব, সাম্যবাদ- বৃষ্টির ফোটার মতো মাটিতে
ছোট বড় গর্ত বিশ্বজুড়ে
বিচ্ছিন্নতায় নেই কোন গতি ।
টেবিল,অর্ধেক চায়ের কাপ, সিগারেট, ধোঁয়া, কাচাঁ পাকা দাড়ি,
লালবই, কাস্তে হাতুড়ী, লাল পতাকা, দ্বান্ধিক বস্তুবাদ, তত্ত্ব ,
বৃষ্টির ফোটার মতো,
পাশাপাশি তবু বিচ্ছিন্ন, শুধুই আচ্ছন্ন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।