soroishwarja@yahoo.com
পাশাপাশি পাপ ও গোলাপ (১)
যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। হাজার রকম ফুল। হাজার রকম সৌরভ। এক একটা বাগান যেন এক একটা দিগন্ত। পৃথিবীতে এ রকম বিশাল বিশাল ফুল বাগান আছে আমার জানা ছিল না।
কীভাবে যেন আমি এখানে এসে পড়েছি। কিছুই মনে নেই। এক বাগান পাড় হয়ে আরেক বাগানের চারপাশে ঘুরছি। এক দিন পার হয়ে আরেক দিন পাড় হচ্ছি। মাঝে মাঝে রাত নামছে।
রাত এলেই ক্লান্তি আসছে। কোনো বাগানের কিনারেই হয়ত ঘুমিয়ে পড়ছি। আবার দিন আসছে, আলো আসছে, ঘুম ভেঙে যাচ্ছে। জেগে উঠেই আবার ফুল বাগান। কোনো কোনো রাতে জোছনা নামছে।
ফুলের বাগানে জোছনা। জোছনা রাতে দিগন্ত বিস্তৃত বাগান যেন চাঁদের সাথে কথা বলছে, তারাদের সাথে কথা বলছে। প্রথম প্রথম আমার ঘুম আসত না। একেবারেই ঘুম আসত না। এখনও যে খুব ঘুম হয় তা নয়।
অন্ধকার খুব নিবিড় হলে কোনো কোনো রাতে শুধু কিছুক্ষণের জন্য চোখের পাতাগুলো পরস্পরকে কাছে পায়। তন্দ্রায় জেগে জেগে নানান ফুলের ঘ্রাণ পাই। ঘুম নিবিড় হয় না, কারণ ঘ্রাণ না পেলেই আমার তন্দ্রা টুটে যায়। এখানে আমার ঘুম লাগে না, ঘ্রাণেই আমার ক্লান্তি আসে না। যেটুকু লাগে সেটুকু তন্দ্রাতেই পুষিয়ে যায়।
(চলবে...)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।