আমার ব্যক্তিগত ব্লগ
কিছু মানুষ আছেন, যারা পাশে থাকলে আপনি খুব ভাল বোধ করেন, রবীন্দ্রনাথের ভাষায় কেমন একটা স্বাস্থ্যকর আবহাওয়া চারপাশে থাকে।
শুধু ভাল লাগা নয়, ভিন্ন রকম প্রতিক্রিয়াও আপনি বোধ করবেন। ভাললাগার কেউ কাছে থাকলে আপনি হয়তো ভাল কাজ করতে পারেন, আবার কেউ কাছে থাকলে হয়তো আপনার কাজকর্ম সব বন্ধ হয়ে যায়। ভালো বোধ করারও কত রকম ভেদ। এটা আপনার মা-বাবা, ভাই-বোন, আত্নীয়, বন্ধু, সহকর্মী, প্রতিবেশি, অচেনা কেউ সবার ক্ষেত্রেই সম্ভব।
আর এই মনোভাবও বদলে যেতে পারে সময়ে...। তখন হয়তো সেই ব্যাক্তি থেকে দূরে থেকেই আপনি ভালো বোধ করবেন।
কখনও এমনও হয় কারো ক্ষেত্রে যে, সে আছে নাকি চলে গেছে, সেটা আপনি কখনও ভেবে দেখেন নি। অথচ, চলে যাবার পর মনে হবে সব শুন্য হয়ে গেছে। অথচ, সে হয়তো আপনার কথা ভেবেও দেখছে না।
এ কারনেই হয়তো আমরা সব সময় আপনজনের সাথে থাকতে ভালো বাসি।
কিন্তু এমন কেন হবে। বাস্তবে কে আপনার পাশে থাকল বা গেল, তাতে আপনার কিছুই যায় আসে না, যদি না কোন কাজ থাকে আপনার সাথে। তারপরও প্রতিটা মানুষই হয়তো নিজের কিছু প্রভাব ফেলে তার চারপাশে। তাই হয়তো কারো উপস্থিতি আপনাকে এক মুহুর্ত শান্তি দেয় না।
আর কাউকে আপনি সব সময়ই সাথে রাখতে চান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।