আমাদের কথা খুঁজে নিন

   

রোজনামচা



Tuesday, February 1, 2011 আজ ২দিন শরীরটা বেশ খারাপ। পরশু দিন সকালে উঠে খেতে বসে অনুভব করলাম মুখের ডান পাশে চোয়ালের কাছে শক্ত হয়ে আছে। পরে দুপুরের দিকে ইস্ত্রী গরম করে ছ্যাক দিলাম মনে হল আরো বেড়ে গেলো। একটু ব্যাথাতে লাগলো। আম্মু বলল, বোধ হয় ঠান্ডা লেগে ফুলেছে।

কিন্তু আমার কাছে অন্যরকম ঠেকাতে আমি সন্ধ্যায় আল-হেলালে গেলাম। ইমার্জেন্সিতে গেলাম ভাবলাম ১০০ টাকায় কোনো বিষেজ্ঞগের পরামর্শে অষুধ গ্রহন করা যাক। এর আগে একবার জ্বরের জন্য দেখিয়েছিলাম। ভালো পথ্য দিয়েছিলো। সেই আশাতেই আসা।

কিন্তু এবার এমন অনভিজ্ঞ একজন বসে তিনি আমাকে পাঠালেন ডাঃ শাহবুদ্দিন খান ওরফে আল-হেলালের কাছে। মেডিসিনের ডক্টর। বাব্বাহ্, উনিই এই হসপিটালের সর্বেসর্বা হরার কারণে অন্য ডাক্তারের চেয়ে ভিজিট ১৫০ টাকা বেশী মানে ৫৫০। যাই হোক গেলাম। তার এসিসটেন্ট আমার কিছু হিস্ট্রি নিলেন।

আগের অসুখ-বিসুখ সম্পর্কে। ভালো। ডাক্তার আসতে দেরী হওয়াতে কিছু গল্প করলেন আমার সাথে। ডাক্তারের সম্পর্কে বেশ কিছু জানা হলো। বিশ্বের ৪ স্থানে রোগী দেখেন।

তার মধ্যে ৩ স্থানেই নিজের হসপিটাল। ঢাকা, চাঁদপুর, দুবাই এ নিজের এবং নিজের নামেই আর ভারতের আগ্রাবাদে দেখেন। উনি কিছুক্ষন দেখলেন। শুয়িয়ে হার্টবিট দেখলেন। তারপর কি সমস্যা।

বললাম মুখের ডান পাশে ফুলে গেছে। কেমন ব্যাথা ব্যাথা ভাব। ২টা ওষুধ দিলেন আর এক গাদা টেস্ট দিলেন। এমন টেস্ট যার সাথে এর কোনো সম্পর্কই নেই। যেমন ইসিজি তার পর X-Ray (Cheast P/A View , Cernival spine B/V) ও আরো কিছু।

আর বললেন আজ তেমন কোনো ওষুধ দেবো না কাল থেকে আসল ওষুধ শুরু করব। এই টেস্টগুলো আগে করে আসেন দেখি মূল সমস্যার উৎপত্তি কোথা থেকে। টেস্ট করতে কাউন্টারে ঢুকে জিজ্ঞাসা করলাম এই টেস্টগুলো করতে কত খরচ পড়বে? যা বলল তাতে আমার মাথায় বাজ!! সমান্য এই রোগের জন্য--..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।