আমাদের কথা খুঁজে নিন

   

রোজনামচা

সকাল সকাল ঘুমটা ভেঙ্গে গেল । চলে গেলাম, হরির দোকানে চা খেতে । একটু খানি রাস্তা ! হাঁটতে হাঁটতে মনে হল, দুপাশের ফুলের গাছ গুলো আমাকে নীরবে সুপ্রভাত বলছে । হাসি মুখে, একটা টগর ফুলের গাছের দিকে তাকাতেই ছোট্ট একটা ফুল হাতের কাছে এসে পড়ল । শিশু রোদ, মুচকী হাসছে ।

বড় ফ্ল্যাট বাড়ীর গায়ে ধাক্কা লাগছে রোদের ! শিশু তো ! মনে হয় ব্যাথাই পাচ্ছে । সবজান্তাদের ভীড়ে মিশে বসে গেলাম । টুকরো কথা সব ! ক্রিকেট, ফুটবল থেকে দিদি সবই আছে আলোচনায় । সবাই প্রচুর জানে । দেখে –শুনে অবাকই লাগে নিজের ।

এক ভদ্রলোক মর্ণিং ওয়াক সেরে দোকানে বসলেন । মনে হল নতুন মুখ । একথা- সেকথায় তিনি হরিকে হটাৎ করে কম্পুটার নিয়ে কিছু বাণী বিতরণ করলেন । বাংলাতে কম্পিউটারে টাইপ করা প্রায় একটা অসম্ভব ব্যাপার । তিনি অতি কষ্টে এটা আয়ত্ত করেছেন সেটা সবিস্তারে ব্যাখা করলেন ।

অন্যদের মত, আমিও মুগ্ধ বিস্ময়ে শুনলাম । তাঁর বাড়ী, একদিন যাব শিখতে । তিনি রাজী হয়েছেন, তাঁর “প্রচণ্ড” ব্যস্ততার মধ্যে আমায় সময় দিতে । মনটা তাই আনন্দে ভরে আছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।