আমাদের কথা খুঁজে নিন

   

রোজনামচা.....

আমি আশা করবো..”তুমি আমাকে বুঝবে
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/moor_1278654473_1-001.jpg হাসতে নাকি জানেনা কেউ কে বলেছে ভাই ? হাসতে তো আসলেই আমরা ভুলে গেছি। নির্মল হাসি হাসতে পারলে নাকি স্বাস্হ্যও ভালো থাকে। কিন্তু আপনি চাইলেই কি হাসতে পারবেন,পারবেন না। হাসার সময় কোথায়?রোজনামচা খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। সকালে ঘুম থেকে আপনাকে নিজে থেকে উঠতে হবে না,বিদ্যুৎ থাকবে না তাই ফ্যানও ঘুরবে না,আপনাকে উঠতেই হবে।

ওয়াশ রুমে যান,ট্যাপ খুলুন,দেখবেন পানি নেই। আর্তনাদ করতেও পারবেন না,ঘরের অন্যরা যারা ঘুমে আছে তারা জেগে উঠে আপনাকে ধোলাই দিবে। চিন্তা করলেন বৌ ওঠার আগেই মর্নিং ওয়াক সেরে বাজারটা সেরে আসি,তো বেরোলেন,ফুটপথ দিয়ে হাঁটাও শুরু করলেন..কিন্তু পকেটে রুমাল জাতিয় বস্তু কি আছে?নাক চেপে ধরতে হবে যে। রাস্তায় কিছু ঝাড়ুদার(সিটি কর্পোরেশনের নয়)কাউকে ভ্রুক্ষেপ না করেই ঝাড়ু দিচ্ছে এবং ফুটপথে যারা ঘুমান তারা ভোরের আলো ফোটার আগেই রাস্তার পাশেই প্রাকৃতিক ক্রিয়াকর্মটা সেরে ফেলেন। এগুলো সব ডিঙ্গীয়েই ঢুকলেন বাজারে।

বাজারে আপনার জন্য অপেক্ষা করছে আরো ভয়াবহ পরিণতি। দাম শুনে ভিমরী খেতে খেতে মাছের বাজারে গিয়ে তো আপনি অজ্ঞান। পানি কাঁদা গায়ে মেখে একাকার। মাছের দোকানীরাই তাদের ভান্ডতে রাখা পানি আপনার চোখেমুখে ছিটিয়ে আপনাকে সুস্হ করলো। তাড়াতাড়ি বাসায় ফিরলেন অফিসের যে সময় হয়ে যাচ্ছে।

বাথরুমের জমানো পানি থেকে চার মগ পানি ব্যবহার করে নিজেকে একটু পরিষ্কার করে নিয়ে বৌ-কে নাস্তা দিতে বল্লেন কিন্তু হায় ! বৌ জানালো সকাল থেকে যে চুলায় গ্যাস আসেনি! কথা না বাড়িয়ে চল্লেন অফিসের উদ্দেশ্যে.... 'এই খালি'-'এই খালি'----- রিক্সা আপনাকে দেখেও দেখলো না,সিএনজি ও দেখতে পাচ্ছেন না একটাও। বাদুর ঝোলা বল্লে একটু কম বলা হবে, মনে হয় আটা বা চাউলের বস্তার মতো স্তুপ বাস নামক ওই গোডাউনের ভেতরে। আটার গোডাউনের দরজার দিকে আপনার ঠাই হলো বল্লে ভুল হবে, ঠাই করে নিলেন আর কি। কিন্তু বিধি বাম গাড়িতো চলছে না। জ্যাম তো আর আপনাকে বোলে কোয়ে আসবেনা।

জ্যামকে অনেক কষ্টে জাম বানিয়ে গিলে খেয়ে অবশেষে অফিসে গেয়ে পৌছলেন। প্রায় এক ঘন্টা লেট। বস সাহেব ডেকে নিয়ে বল্লেন,'এ নিয়ে তোমার তিন দিন লেট হলো,সো তোমার একদিনের বেতন কাটতে আমি বাধ্য হচ্ছি'। ভেবেছিলেন এতোকিছুর পরে অফিসে এসে কলীগদের সঙ্গে দেখা হবে,ভালো লাগবে,মুখে একটু হাসি আসবে। একদিনের বেতনের কষ্টে সারাদিন অফিসে মুখ গোমড়া করে থেকে অবশেষে আবারো জ্যামের গুষ্টি উদ্ধার করে বাসায় ফিরলেন।

সারাদিনের ধকল কাটিয়ে বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে চিন্তা করলেন, সারাদিন যা হবার হয়েছে সেগুলো ভুলে এখন আমি একটু হাসতে চাই। এই ভেবে টিভি রিমোটটি হাতে নিয়ে সনি টিভি চ্যানেলে কমেডি সার্কাস দেখতে বসলেন। অট্টহাসি হাসতে গিয়ে যেই না মুখ খুলেছেন ওমনি বিদ্যুৎ চলে গেল। আর ফাঁকা মুখ পেয়ে ফুড়ুৎ করে একটা মশা গালের মধ্যে ঢুঁকে গেল।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।