নিজেকে সবসময় সর্বজ্ঞানী মনে হয় বলেই বুঝতে পারি যে আমি মস্ত বোকা অথবা মহামূর্খ। । পুলিশ কে সহিংসতা রোধের জন্যে নিশ্চয়ই "soot to kill" পারমিট করা হয়নি????
তারপরেও এত হত্যাকাণ্ড কেন হচ্ছে????
আমার জানা মতে যেই কোন পরিস্থিতি সামলানোর জন্যে পুলিশ "হাঁটুর নিচে গুলি" করার অনুমতি পায়।
জামাত-শিবিরের তাণ্ডব কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটার তীব্র নিন্দা জানাচ্ছি।
এটা কোনভাবেই আন্দোলনের রূপরেখা হতে পারেনা। তারা অবশ্যই আমাদের ঘৃণার পাত্র। সরকারের কাছে এদেরকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
এদেরকে শক্ত হাতে প্রতিহত করা উচিৎ। আশা করি আপনারা করতে সক্ষমও।
আর যদি সক্ষম না হন অনুগ্রহপূর্বক "সেনাবাহিনির" হাতে দায়িত্ব অর্পণ করুন।
জামাত-শিবির এর চেয়ে সাধারন মানুষের লাশ আমরা বেশি দেখতে পাচ্ছি।
সবচেয়ে বড় কথা জামাত-শিবির রাও এই দেশের নাগরিক। দমন বা প্রতিহত করা মানেই নিরবিচারে গুলিবর্ষণ এটা কোন সভ্য মানুষ মেনে নিবেনা।
আমরা আর কোন লাশ দেখতে চাইনা।
জমাত-শিবির প্রতিহত করুন, পাশে আছি থাকব। তবে নির্বিচারের হত্যার মাধ্যমে নয়, অন্য কোন মাধ্যম অবলম্বন করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।