সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। প্রসারিত হচ্ছে বিভিন্ন ওয়েব এবং যোগাযোগ সাইটের পরিধি। প্রযুক্তিগত জনপ্রিয় এবং ব্যাপক ব্যবহৃত এসব শব্দগুলো কিছুদিন আগেও কেউ শোনেনি। এরকম জনপ্রিয় কয়েকটি সাইটের নামকরণের ইতিহাস তুলে ধরা হলো_
গুগল (Google) : শব্দটি মূলত গাণিতিক Googol থেকে নেওয়া হয়েছে। যার অর্থ _একের পরে ১০০টি শূন্য দিলে যা হয়।
সম্ভবত তারা ইন্টারনেটের বিশাল তথ্যভাণ্ডারের বিশালতাকে আনার কাজটি শুরু করেছে এই নাম দিয়ে। নতুন নতুন অনেক সার্ভিসই শুরু হচ্ছে এই নাম দিয়ে।
মাইক্রোসফট (Microsoft) : বিল গেটসের MICRO Computer Software নামটি থেকে MICRO-SOFT নামটির অবতারণা করা হয়। পরবর্তীতে '-' বাদ দিয়ে Microsoft নামটি হয়। রেড হ্যাট (Red Hat) রেড হ্যাটের প্রতিষ্ঠাতা গধৎপ উরিহম দাদার প্রতিষ্ঠিত কলেজে পুরস্কার হিসেবে একটি টুপি উপহার পান, যেটিতে সাদা ও লাল রংয়ের চেক ছিল।
পরে তিনি সেই পুরস্কারের হ্যাটটি হারিয়ে ফেলেন। অনেক খোঁজাখুঁজির পরও তিনি তার হারিয়ে যাওয়া হ্যাটটি খুঁজে পাননি। তিনি তার টুপিটিকে খুঁজে পাওয়ার জন্য তার পাঠকদের মাঝে লিনাঙ্রে রেড হ্যাট বেটা ভারসন রিলিজ করেন। পরবর্তীতে তার প্রতিষ্ঠান রেড হ্যাটের ব্যাপক উন্নয়নে হারানো গৌরব ফিরে পান।
অ্যাপল (Apple) : প্রযুক্তি দুনিয়ায় আরেকটি জনপ্রিয় ও ব্যাপক ব্যবহৃত ব্র্যান্ডের নাম অ্যাপল।
অ্যাপল গুরু স্টিভ জবস এবং স্টিভ ওজোনিক মিলে ১৯৭৬ সালের ১ মার্চ একটি কম্পিউটার প্রতিষ্ঠান করার কথা চিন্তা করেন। স্টিভ জবস Oregon নামের একটি প্রতিষ্ঠানে পার্টটাইম কাজ করতেন। তিনি তার প্রতিষ্ঠানটির নাম তথ্য-প্রযুক্তির বাইরের কোনো নাম দিতে চেয়েছিলেন। সেই সময়ের Apple Records এরও ভক্ত ছিলেন তিনি। Apple নামটির মধ্যে একটি রিদম ও ছন্দ খুঁজে পান তিনি।
(অনেকে বলেন, আপেল ছিল স্টিভ জবসের প্রিয় ফল। তাই তিনি তার প্রিয় প্রতিষ্ঠানটির নামের ক্ষেত্রেও এই ফলটিকে গুরুত্ব গুরুত্ব দিয়ে নাম দেন Apple।
ইয়াহু (Yahoo 'গালিভারের ভ্রমণ' গল্পে জোনাথন সুইফট সর্বপ্রথম ইয়াহু শব্দটি ব্যবহার করেন। isbarely এলাকায় প্রবেশের পর গালিভার এক ভিন্ন রকম মানুষের সাক্ষাৎ পান। ওই ব্যক্তিকে ডাকতে ইয়াহু শব্দটি ব্যবহার করা হয়েছিল।
ইয়াহুর প্রতিষ্ঠাতা Jerry Yang Ges David Filo প্রতিষ্ঠানের নাম দেওয়ার ক্ষেত্রে এটি পছন্দ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।