আমাদের কথা খুঁজে নিন

   

ঝুঁকির মুখে মোবাইল নিরাপত্তা

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স বার্লিন নিরাপত্তা গবেষণা ল্যাবসের প্রধান বিজ্ঞানী কার্স্টেন নোলের বরাত দিয়ে জানিয়েছে, জার্মানির এক সম্মেলনে গুরুত্বপূর্ণ এ ইস্যুটি বের হয়ে এসেছে।
সম্মেলনে মোবাইল অপারেটরদের ব্যবহৃত নিরাপত্তা প্রযুক্তি পর্যালোচনার এক পর্যায়ে প্রসঙ্গটি উঠে এসেছে বলেই জানিয়েছেন নোল। তিনি আরও জানান, এর নিরাপত্তা এতটাই দুর্বল যে হ্যাকাররাও চাইলে অনেক সিম কার্ড ক্লোন করে সেটির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিতে পারবেন।
তবে বিষয়টি নিয়ে মোবাইল ফোন অপারেটরদের বিদ্রুপ করলেও নোল জানিয়েছেন, তিনি মনে করেন না, এ রকম প্রতিষ্ঠানগুলো বিভিন্ন স্পাই এজেন্সির চাপে পড়ে এটি করতে বাধ্য হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, “বিষয়টি জটিল কিছু নয়। আমি মনে করি এর মূল কারণ হচ্ছে অবহেলা।”
বিশ্বব্যাপী আটশ’ মোবাইল অপারেটরের প্রতিনিধি জিএসএম অ্যাসোসিয়েশনের মুখপাত্র জানিয়েছেন, তিনি হামবুর্গের কেওস কমিউনিকেশন কনগ্রেসে নোলের এ বিষয় সংক্রান্ত প্রেজেন্টেশনটি দেখার আগে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবেন না। অন্যদিকে নোলের নেতৃত্বে একটি টিম অনেকদিন ধরেই এ বিষয়টি নিয়ে গবেষণা করছে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.