হিন্দুদের বাড়িঘরে হামলা করছে কারা? সম্প্রীতির দেশে সাম্প্রদায়িক আগুন কারা জ্বালতে চায়? শুনছি, সরকারদলীয় অমানুষ-কাপুরুষেরা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে তার দায় চাপাতে চাইছে ইসলামপন্থী দলগুলোর ওপর। অবশ্য নাস্তিক ও দালাল পত্রিকার ভাষ্যমতে, হামলার জন্যে দায়ী জামায়াত-শিবির। এ কাজ যারাই করুক, তাদের প্রতি অভিসম্পাত! যে- যেখানে আছেন, এ ঘৃণ্য ও বর্বর কূটরাজনীতি রুখে দাঁড়ান। খোলাখুলি সাবধান করে দিচ্ছি ─ ইসলামের নাম নিয়ে যারা রাজনীতি করে, জামায়াত-খেলাফত-জমিয়ত-শরিয়ত-তরিকত-হেফাযত যে- দলই হোক ─ ইসলামের দৃষ্টিতে দেশের কোনো অমুসলিম নাগরিকের ওপর কোনো রকম যুলম করার অধিকার কারো নেই। আল্লাহ সকল মানুষের প্রতি সুবিচারের নির্দেশ দিয়েছেন। আল্লাহর রাসূল, মানবতার শিক্ষক ও শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক হযরত মুহাম্মাদ সা. ঘোষণা করেছেন: "সাবধান! যদি কোনো মুসলিম কোনো অমুসলিম নাগরিকের সঙ্গে অত্যাচার করে, তার অধিকার খর্ব করে, তার ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয় অথবা তার কোনোকিছু জোরপূর্বক হরণ করে ─ তাহলে কিয়ামতের দিন আমি ওই নির্যাতিতের পক্ষ হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করব।" (আবূ দাঊদ : ৩০৫২)। حدثنا سليمان بن داود المهري أخبرنا ابن وهب حدثني [ ص: 171 ] أبو صخر المديني أن صفوان بن سليم أخبره عن عدة من أبناء أصحاب رسول الله صلى الله عليه وسلم عن آبائهم دنية عن رسول الله صلى الله عليه وسلم قال ألا من ظلم معاهدا أو انتقصه أو كلفه فوق طاقته أو أخذ منه شيئا بغير طيب نفس فأنا حجيجه يوم القيامة سنن أبي داود » كتاب الخراج والإمارة والفيء » باب في تعشير أهل الذمة إذا اختلفوا بالتجارات
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।