আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রদায়িক সন্ত্রাস এবংসংখ্যালঘু নির্যাতন -২য় সংস্করন



বিশেষ লক্ষ্য করা যাচ্ছে, সংখ্যালঘু আক্রমন প্রসঙ্গে মিডিয়ায় তোলপাড়,
অনলাইন মিডিয়ায় অনেকেই লিখছেন বা টিভি টকশোতে অনেকেই বলছেন,
"এতে কোন মানুষ কিন্তু আহত বা নিহত হয় নাই,
শুধুমাত্র বাড়িঘর ও আসবাবপত্র ধ্বংস করা হয়েছে। "
অর্থাৎ
হিন্দুদের বাড়িঘর ধ্বংস হওয়াতে আক্রমন গ্রহনযোগ্যতা পায় নি,
আক্রমনে কিছু হিন্দু আহত হলে আক্রমনটি অবাধ,সুষ্টু, নিরপেক্ষ হতো,
সাথে কিছু মালাউন মরলে আক্রমনটি আন্তর্জাতিক মানের আক্রমন হতো!!!
তাদের এই কথাটার প্রেক্ষিতে বলতে হয়
"কাদম্বিনী মরিয়া প্রমান করিল সে মরে নাই"

তারা ইনাইয়া-বিনাইয়া প্রমান করতে চায়,
সরকার পক্ষই এই আক্রমনটি পরিচারনা করেছে।
আমিও দৃঢ়ভাবে বলি এ আক্রমনে সরকারের পক্ষকে সন্দেহের বাইরে রাখার কোন অবকাশ নেই।
ঐ বক্তারা, সরকার পক্ষের দিকে সন্দেহের দৃষ্টি রাখলেও বিরোধী জোটকে কিন্তু সন্দেহের ত্রিসীমানায়ও রাখছে না।

আমার কথা হচ্ছে,
আপনি যে বলছেন- আপনি বা আপনারা ঐ হিন্দুদের ওপর আক্রমন করেন নি।


বেশ ভালো। মানলাম আপনারা করেন নি।
কিন্তু আপনারা ঐ হিন্দুদের রক্ষা করার জন্যও কোন প্রতিরোধ-প্রতিবাদও করেন নি।
হয়তো মনে মনে ভাবছেন, যাক কিছু হিন্দু মরছে। মানুষ তো আর মরে নাই।


উদ্দেশ্য যখন হিন্দু নিধন তখন সরকারি দল-বিরোধী দল নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে লুঙ্গি কাছুঁটি বেঁধে নেমে পড়ে।

সম্প্রতি যে এলাকাগুলাতে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে সেখানে খোঁজ নিলে দেখা যাবে,
হামলায় যারা কলকাঠি নেড়েছেন, তারা হয় সে এলাকার ক্ষমতাধর (সরকারদলীয় বা বিরোধীদলীয়)ব্যাক্তিবর্গ নেতা/কর্মী বা তাদের আত্মীয়স্বজন,
এলাকার বিশেষ ধর্মীয় বা রাজনৈতিক নেতা,
বিশেষ কোন ধর্মীয় বা রাজনৈতিক সংগঠনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ,
বিশেষ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক,
অথবা থানায় নিয়মিত চাঁদা দানকারী।

প্রথম জীবনে কামাই করা ঘুষ/দুর্নীতি’র হারাম টাকা হালাল করার জন্য শেষ বয়সে তারা ধর্মের কাজে ব্যবহার করে এবং হজ্জ –ওমরাহ করে এসে এলাকায় বিপুল সম্মান-পরিচিতি অর্জন করে।
বাংলাদেশে তো আর ইহুদী নাই তাই পরবর্তীতে ইহুদীর বিকল্প হিসেবে
কিছু "হিন্দু-মালাউন" খতম করে জান্নাতের এপার্টমেন্ট বুকিং এর ইন্সটলমেন্ট পরিশোধ করে, দুনিয়াতেও গনিমতের মাল হিসেবে হাসিল করে হিন্দু-মালাউনদের জায়গা জমি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনি যখন সেইসব সাম্প্রদায়িক আক্রমণের হোতাদের ধরতে সরজমিনে তদন্তে নামে,
স্থানীয় পুলিশ প্রশাসন তদন্ত করতে শুরু করতেই সেই তদন্ত শুরুতেই শেষ হয়ে যায়।


পুলিশ যেহেতু তার বাপ-দাদার এলাকায় পোষ্টিং পায় না তাই যে এলাকার তার কর্মস্থল প্রথমেই ঐ এলাকার ময়-মুরুব্বির শরনাপন্ন হয়,
তারা তখন পুলিশকে একটি কথাই বলে,
"আপনিও মুসলমান, আমিও মুসলমান।
এখন ভেবে দেখেন আপনি কি ঐ হেন্দু মালাউনদের পক্ষে থাকবেন নাকি আল্লার পথে।
নবীর পথে নাকি কাফেরদের পথে?"
এই কথা বলার পরে আমাদের ঈমানদার পুলিশ সাধারণত আর কিছু করে না।
কারণ তাদের চাকরির চাইতে পরকালের হুর-পরীর হাতছানি তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তুচ্ছ "হিন্দু-মালাউন"দের কারণে তো আর দেশের প্রথম শ্রেণীর নাগরিক গণ্যমান্য ধর্মীয় মুরুব্বিদের অপদস্থ করা যায় না!

তাই এই পর্যন্ত আমাদের দেশে কোন সাম্প্রদায়িক আক্রমণেরই তেমন কোন বিচার হয় নি।


কেউ ধরাও পরে নি।
যদিও আক্রমণের সময় হাজার হাজার লোক অংশ নিয়েছে,
কিন্তু সরজমিনে তদন্তের সময় পুলিশ কাউকে খুঁজে পায় না।
তবে আইনের হাত অনেক লম্বা হবার কারণে কিছু হিন্দু ঠিকই দেশছাড়া হয়।

যদিও কেউ ধরা পরে তখন ঐ আক্রমণ ও হত্যাকারী ধর্মান্ধ মৌলবাদীরা গোয়েন্দা ঐ একই ডায়লগ পুলিশকে বলে,
"আপনারাও মুসলমান, আমরাও মুসলমান।
যেই কাজ আপনাদের করা উচিত ছিল, তা আমরা করছি।

"
এই কথা শুনার পরে পুলিশ সদস্যদের মুসলমানিত্ব চাগার দেয়।
এরকম ঘটনায় সাধারণত তদন্ত সেখানেই শেষ হয়ে যায়।
অথবা দেখানোর জন্য কয়েকজন দাড়ি-টুপিওয়ালাকে ধরে আনা হয়,
যারা আসলে দোষী নয়।
চার্জশীট এমনভাবে তৈরি করা হয় যা দিয়ে অপরাধীর একটা লোমও বাঁকা করা যাবে না।

তবে দেশের নানা স্থানে সাম্প্রদায়িক আক্রমণের ব্যপারে পুলিশ সতর্ক না থাকলেও ঐ সমস্ত হামলাকরীদের খুঁজে না পেলেও অনলাইনে কে কোথায় কি লিখে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে,
কে ঐ লেখায় লাইক/শেয়ার দিয়ে ধর্ম অবমাননা করেছে,
তা আমাদের গোয়েন্দা পুলিশ ভালই খবর রাখে।



সাম্প্রদায়িক আক্রমণকারীরা ঘরবাড়ি জ্বালিয়ে দিল,
উপাসনালয় গুড়িয়ে দিল তাতে তারা অপরাধী খুঁজে পায় না,
উপাসনালয় ধ্বংস করা সম্ভবত ধর্ম অবমাননার পর্যায়ে পরে না!
অথচ ফেসবুক ব্যবহারকারীর লাইক আর স্ট্যাটাস নিয়ে তারা মহা চিন্তিত থাকে।

তাই এভাবেই চলতে থাকবে,
আক্রমণ হতেই থাকবে এবং কারো কোন শাস্তি হবে না।
কোন বিচার হবে না,
যতদিন আমাদের রাষ্ট্র-সরকার-রাজনৈতিক দল নিজেদেরকে শুধুমাত্র মুসলমান না ভেবে মানুষ ভাবতে পারবে,
এরকম হতেই থাকবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.